বন্দী কাশ্মীরিদের উপর ভয়াবহ নির্যাতনের ছবি প্রকাশ
অধিকৃত কাশ্মীরে বন্দীদের উপর অমানবিক নির্যাতনের ছবি প্রকাশিত হয়েছে স্থানীয় গণমাধ্যমে। ফলে বিক্ষোভে ফেটে পড়েছে কাশ্মীরি মুসলিমরা। ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্র প্রক্রিয়া হয়েছে।
সম্প্রতি কাশ্মীরি স্বাধীনতা আন্দোলন জোরদার হওয়ায় ভারতীয় নিরাপত্তা বাহিনী বন্দীদের নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে খবর পাওয়া যাচ্ছে।
গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, তিহার জেলে ভারতীয় নিরাপত্তা রক্ষী বাহিনী ১৮ কাশ্মীরি যুবকের উপর প্রচণ্ড রকম নির্যাতন চালাচ্ছে।
নির্যাতিত যুবকদের মধ্যে কাশ্মীরের স্বাধীনতাকামী হিজবুল মুজাহিদিন প্রধান সাইয়েদ সালাহ উদ্দিনের ছেলে সাইয়েদ ইউসুফ শাহেদও রয়েছেন।
ভারতীয় টিভি চ্যানেল ‘আজ তক’ প্রথম কাশ্মীরিদের উপর নির্যাতনের খবর প্রকাশ করে। পরবর্তীতে ব্রিটিশ গণমাধ্যম মেইল টুডে-তে কাশ্মীরিদের নির্যাতনের ছবি প্রকাশ করে।
মেইল টুডে এ ঘটনাকে ভারতের জন্য লজ্জা হিসেবে উল্লেখ করেছে। তারা বলেছে, এ ঘটনা ভারতের গণতন্ত্রের প্রতি লজ্জা ও মানবাধিকার লঙ্ঘন।
ব্রিটিশ গণমাধ্যমে আরও বলা হয়, কাশ্মীরি বন্দীদেরকে আইনজীবীর সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না। ফলে তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছে না।
সূত্রঃ ডেইলি পাকিস্তান