জীবিত শিশুকে মৃত বলে লিখে দিল হাসপাতাল
১ ডিসেম্বর, ২০১৭ঃ
নবজাতক দুটি যমজ সন্তানকেই মৃত বলে ঘোষণা করে হাসপাতাল এবং প্লাস্টিকের ব্যাগে করে মৃত সন্তানদের তুলেও দেওয়া হয় অভিভাবকের হাতে। ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লীর শালিমার বাগের একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু, সৎকারের আগেই ধুকপুক করে ওঠে একটি শিশুর বুক।
বিস্ময়ে ও আনন্দে হতবাক মা বাবা শিশু কোলে তৎক্ষণাৎ ছোটেন হাসপাতালে। পরীক্ষা করে দেখা যায় বেঁচে আছে একটি শিশু। অপরটি মৃত।
হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন শিশুটির পরিবারের লোকজন। অভিযুক্ত চিকিৎসককে বরখাস্ত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের মুখপাত্র বলেছেন, ‘‘বিষয়টি আমরা নজর করেছি। ভাল করে পরীক্ষা না করেই ২২ সপ্তাহের ‘প্রি-ম্যাচিওর (সময়ের আগেই জন্মানো)’একটি শিশুকে মৃত ঘোষণা করে তার মা বাবার হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনায় আমরা দুঃখিত এবং গোটা বিষয়টির তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত চিকিৎসককে হাসপাতাল ছেড়ে চলে যেতে বলা হয়েছে। শিশুটির মা বাবার সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। তাদের সব রকমভাবে সাহায্য করা হবে।’’
গত ৩০ নভেম্বর, বৃহস্পতিবার, শালিমার বাগের ওই হাসপাতালে যমজ সন্তানের জন্ম দেন এক প্রসূতি। জন্মের পরই, চিকিৎসক জানান মৃত্যু হয়েছে একটি সন্তানের। অপরজনের অবস্থা আশঙ্কাজনক। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় অপর শিশুটিরও। সদ্যোজাত দুই শিশুকেই প্লাস্টিকের ব্যাগে মুড়িয়ে তাদের মা বাবার হাতে তুলে দেওয়া হয়। সৎকারের জন্য নিয়ে যাওয়ার সময়েই নড়চড়া টের পাওয়া যায় একটি শিশুর। তবে শিশুটির অবস্থা এখন স্থিতিশীল বলেই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
গোটা ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লী সরকার।
সূত্রঃ আনন্দবাজার।