অস্তিত্ব রক্ষার তাগিদেই বর্তমান শিক্ষাব্যবস্থাকে এমন অন্ধকারে তলিয়ে দেওয়া হচ্ছে!!
যুক্তরাষ্ট্র থেকে ড. ওমর ফারুক।
তারিখ: ২৬ নভেম্বর ২০১৭।
সরকার শিক্ষাব্যবস্থায় যে পরিবর্তন আনল, সেটি তো জাতির জন্য সর্বনাশ হলেও সরকারের জন্য শুভ ফল বয়ে আনবে। মানুষ যদি সুশিক্ষিত হয়, তাহলে তো তারা সুবিবেচক হয়ে যাবে। আর সুবিবেচক হলে, তারা কোন অগণতান্ত্রিক ও গণবিচ্ছিন্ন সরকারের জনস্বার্থ বিরোধী ও অন্যায়ের প্রতিবাদ করতে অভ্যস্ত হয়ে যাবে। সেটি সরকারের টিকে থাকার জন্য অশনি সংকেত তো বটেই। মানুষকে গোমরাহ না বানাতে পারলে তো তারা নৈতিকতা বিবর্জিত ব্যক্তিদের পদলেহন বা সে রকম ব্যক্তিদের দ্বারা পরিচালিত কোন দল করবে না। সেজন্য আমি মনে করি, যে যাই বলুক, এ সকলরা তো আগে নিজে বাঁচতে চায়, তারপর বাপের নাম! সেজন্য অস্তিত্ব রক্ষার তাগিদ থেকেই দেশের শিক্ষাব্যবস্থা বিনষ্ট করে দেওয়া হচ্ছে।
দেশে যদি সৎ ও ধর্মভীরু নাগরিক তৈরি হয়, সেটি বিনষ্ট মানুষদের দ্বারা পরিচালিত দলের জন্য সুখকর নয়।