নভেম্বরের শেষে ইভাঙ্কা যাচ্ছেন ভারত সফরে। শুরু হয়েছে ভিক্ষুক তাড়াও অভিযান।
সম্মেলনটি হচ্ছে ভারত-মার্কিন যৌথ উদ্যোগে। ১৭০টি দেশ থেকে প্রায় দেড় হাজার ব্যবসা উদ্যোক্তা এই সম্মেলনে অংশ নেবেন। এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন ভারত এবং এমন কি দক্ষিণ এশিয়ায় এবারই প্রথম। সম্মেলনের থিম, ‘সকলের আগে মেয়েরা, সকলের জন্য সমৃদ্ধি’। আফগানিস্তান, সৌদি আরব, ইজরায়েল-সহ দশটিরও বেশি দেশ উদ্যোগপতিদের যে দল পাঠাবে, তার সকলেই মহিলা। এই সম্মেলনের দিকে আগ্রহের সঙ্গে নজর রাখছে গুগল, অ্যামাজন, অ্যামওয়ে, সিএনবিসি, কগনিজ্যান্ট, ডেল, ইনটেল প্রভৃতি মার্কিন সংস্থা। ভারতের তরফে নীতি আয়োগের প্রধান অমিতাভ কান্ত জানিয়েছেন, এই সম্মেলন মহিলা উদ্যোগপতিদের উৎসাহ দেবে। বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে জোর দেবে। সম্মেলনের ৩১.৫% অংশগ্রহণকারীরই বয়স তিরিশের নীচে। সব থেকে কমবয়সি উদ্যোগপতির বয়স মাত্র ১৩!
এরপর আরেকটি আন্তর্জাতিক সম্মেলনও ভারতে হতে যাচ্ছে। Wordl Telegu Conference নামে সে ইভেন্ট হবে এ বছরেরই ডিসেম্বরে।
এ দুই সম্মেলনেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী উপস্থিত থাকবেন। সম্মেলন দুটিকে সামরে রেখে দেশব্যাপী ভিক্ষুক তাড়ানোর অভিযান শুরু করেছে মোদী সরকার। ইতোমধ্যে হায়দ্রাবাদ থেকে এ পর্যন্ত দু’শতের উপর ভিক্ষুককে রাজপথ ছাড়া করা হয়েছে বলে রাজ্য পুলিশ সূত্র দেশি বিদেশি গণমাধ্যমকে জানিয়েছে। শুধু তাই নয়, ভিক্ষুকদের অবস্থান সম্পর্কে কেউ তথ্য দিলে পুলিশের পক্ষ থেকে পুরষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে। ভিক্ষুক পুনর্বাসন না করে বরং নির্মূল অভিযানে মানবাধিকার সংস্থাগুলো উষ্মা প্রকাশ করেছে।
[এপি ও রয়টার্স অবলম্বনে]
Authorities in the southern Indian city of Hyderabad are rounding up beggars ahead of a visit by Ivanka Trump.
Over the past week, more than 200 beggars have been transported to separate male and female shelter homes located on the grounds of two city prisons. Authorities have been strictly enforcing a begging ban on the city’s streets and in other public places.
The crackdown seems to be having the desired effect, with most of the city’s thousands of beggars vanishing from sight.
Trump is a senior adviser to her father, President Donald Trump.
Officials say the drive against begging was launched because two international events are taking place in Hyderabad — the Global Entrepreneurship Summit that Ivanka Trump is scheduled to attend and the World Telugu Conference in December.