বিনোদন, শিক্ষা এবং অন্যান্য।
।।সোনালী চৌধুরী।।
সোনালী চৌধুরী’র পোস্ট:
০১. পালিয়ে বিয়ে করা-
* প্রেমিক, প্রেমিকার বাবা
* আর বিসিবি বস,
২জনেরই রাগের স্থায়িত্বকাল ২ দিন,
তারপর সবকিছু সুন্দরমত মেনে নেন।
😜😂
০২. পাশের বাসার আন্টি যদি-
আপনাকে দেখে না জ্বলে,
তাহলে বুঝে নিবেন আপনার মধ্যে-
অনেক কিছুর কমতি আছে।👈 👯
[কে কি ভাবলেন, জানি না। বলতে চাইলাম, আপনার ক্ষুরধার প্রতিভা দেখে পাশের বাড়ির আন্টি জ্বলে ওঠে যেন, তার সন্তানদের বলে, আপনার জীবনকে অনুসরণ করতে।😃]
০৩. প্রত্যেকই নিজ নিজ জীবনের জন্য দায়ী।
০৪. অনেক কথা হেসেই উড়িয়ে দিতে হয়😄।
কারণ, সকলকেই তো আর প্রতিক্রিয়া দেখানো নিরর্থক। যে অল্পতে বুঝে না, তাকে অনেক বলেও বুঝানে যায় না।😐😷।
০৫. কাউকে খুব বেশি জানতে চেয়ো না। প্রয়োজনের একটু খুব বেশি জানতে গেলে তোমার ওপর তার অবজ্ঞা ও অরুচি এসে যাওয়া অসম্ভব নয়। এতে তার বিরক্তবোধের সৃষ্টি হতে পারে, সে পরিস্থিতিতে যাওয়ার আগেই তুমি সতর্ক হও! তোমার ব্যক্তিত্ব বজায় থাকবে। প্রকারান্তরে বেশি বিরক্তির সৃষ্টি হলে তাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে। এ কথা ভুলে গেলে চলবে না, মনের ওপর জোর জবরদস্তি চলে না। ব্যক্তিত্ববোধ’কে সকলই শ্রদ্ধা করে ও ভালবাসার অর্ঘ্য মেলে ধরে। সে নারী হোক, কিংবা পুরুষই হোক। ❤️
০৬. বন্ধু [জীবন সঙ্গী) ত সেই হয়, যার সাথে কোন লুকোচুরি নয়,গোপনীয়তা নয়! একে অপরের কাছে,
………স্বচ্ছ কাঁচের মত…….. ।
👩👨👧
💕”গোলাপ যেমন একটি-বিশেষ জাতের
ফুল বন্ধুও তেমন বিশেষ জাতের মানুষ”।
০৬. 💞রং পেন্সিল,
তোকে ত কাটতে পারি না কোন শার্পনারে,
মনে ভীষণ ভয় হয়, যদি তুই ভেঙে যাস!💔
💞রং পেন্সিল,
তোকে রাঙাতে পারি না ত মন ক্যানভাসের বিস্তীর্ণ এ ভূবনেও, ভয় হয়, কে বলবে, যদি তুই ক্ষয় হয়ে যাস!!💗
তার চেয়ে তুই আমার কাছে আজীবন একই রকম থেকে যাইস। কখনও বদলে যাবি না, কথা দে। ❤️💯
