প্রার্থীশূন্য আসনে কী করবে ঐক্যফ্রন্ট!

December 2, 2018 10:53 pm0 commentsViews: 34

তারিখঃ ২ ডিসেম্বর ২০১৮

ঢাকা থেকে নিজস্ব প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়েছে। নানা ত্রুটি ও আইনগত বাধ্যবাধকতার কারণে রোববার অনেক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। যাদের প্রার্থীতা বাতিল হয়েছে তারা আপিল করতে তিন দিন সময় পাবেন।

নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে বগুড়া, মানিকগঞ্জ, শেরপুরসহ বিভিন্ন জায়গায় ত্রুটি-বিচ্চুতির কারণে বিএনপি ও ঐক্যফ্রন্টের বেশ কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।

আপিলের পর তারা মনোনয়ন ফিরে না পেলে ওইসব আসনে জাতীয় ঐক্যফ্রন্ট বা বিএনপির কোন প্রার্থী থাকবে না। সেক্ষেত্রে ওসব আসনে ঐক্যফ্রন্ট কী পদক্ষেপ নেবে?

এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন ঐক্যফ্রন্টের সমন্বয়ক ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। তিনি বলেন, ‘শূন্য আসনে (যে আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী থাকবে না) যদি ঐক্যফ্রন্টের সমমনা ভাল লোক পাওয়া যায়, তাহলে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন দেয়া হবে।’

তিনি বলেন, ‘এখনও আপিলের সময় রয়েছে, আসন শূন্য থাকার পরিস্থিতি এখনও আসে নি। তবে এ বিষয়টি আন্দাজ করে আমরা আগে থেকেই ফ্রন্টের পক্ষ থেকে এক আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন দিয়ে রেখেছি। আমরা আশা করি, কাউকে না কাউকে পাওয়া যাবে। আর যদি একজনকেও না পাওয়া যায়, তাহলে আগামীকাল (৩ ডিসেম্বর) অথবা পরশু আমরা সভায় বসব। সেখান থেকে সিদ্ধান্ত নেয়া হবে।’

ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির সমন্বয়কারী ও বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু বলেন, ‘প্রথমত আমাদের বাতিলকৃত প্রার্থীরা আপিল করবে। যদি এতেও না হয়, তবে বিকল্প চিন্তা করা হবে।’

ঐক্যফ্রন্ট নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সবই বাতিল করে থাকলে আমরা একসঙ্গে বসে আলাপ করে সিদ্ধান্ত নেব। তবে সেক্ষেত্রে স্বতন্ত্র কোন প্রার্থীকে সমর্থন দেয়ার বিষয়ে আমরা ভাবব। সেসব আসনে কারা কারা আছে সে সব দেখে সমর্থনের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

Leave a Reply

You must be logged in to post a comment.

Editor in Chief: Dr. Omar Faruque

Editor: Dr. Morjina Akhter

All contact: 400E Mosholu Parkway South Apt # A23,The Bronx, New York 10458, USA

Mob. 001.347.459.8516
E-mail: dhakapost91@gmail.com