চার বছরে নৌপথে কোন দুর্ঘটনা ঘটে নিঃ নৌমন্ত্রী

August 17, 2018 9:14 pm0 commentsViews: 33

হাফিজুল ইসলাম প্রেরিত রিপোর্টঃ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, সরকারের কঠোর অবস্থানের ফলে চার বছরে নৌপথে কোন দুর্ঘটনা ঘটে নি। নৌপথকে ঝুঁকিমুক্ত করতে নৌ মন্ত্রণালয় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

১৭ আগস্ট, শুক্রবার বিকেলে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর উপদেষ্টা কমিটির সভায় উপস্থিত হয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নৌপরিবহনমন্ত্রী বলেন, পদ্মাসেতু নির্মাণের পর ভোমরা হবে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। ইতিমধ্যে এই বন্দরে আরও ৩৫টি পণ্য আমদানি-রফতানির অনুমতি দেয়া হয়েছে। এ নিয়ে মোট ৭৪টি পণ্য আমদানি-রফতানির অনুমতি দেয়া হয়েছে এ বন্দরে। তবে এ সময় সড়ক নিরাপত্তা আইন নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

স্থলবন্দরের সম্মেলন কক্ষে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের এমপি আ.ফ.ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের এমপি মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুস সামাদ, খুলনা কাস্টমস কমিশনার ওহিদুল আলম, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনছুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম।

Leave a Reply

You must be logged in to post a comment.

Editor in Chief: Dr. Omar Faruque

Editor: Dr. Morjina Akhter

All contact: 400E Mosholu Parkway South Apt # A23,The Bronx, New York 10458, USA

Mob. 001.347.459.8516
E-mail: dhakapost91@gmail.com