সাবেক সেনা অফিসার হাসিনুর রহমানকে তুলে নেওয়ার অভিযোগ।
র্যাবের একটি ব্যাটালিয়নের সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (চাকরিচ্যুত) হাসিনুর রহমানকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে তাঁর পরিবার। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মিরপুরের ডিওএইচএস এলাকা থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের অভিযোগ।
হাসিনুর রহমানের স্ত্রী শামীমা আক্তার প্রথম আলোকে জানান, গতকাল রাতে হাসিনুর রহমান মিরপুর ডিওএইচএসে এক বন্ধুর বাসায় দাওয়াত খেতে যান। সেখান থেকে নিচে নেমে দেখেন, কিছু লোক দাঁড়িয়ে আছেন। তাঁরা তাঁকে একটি গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন জড়ো হয়। তখন ওই ব্যক্তিরা নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে হাসিনুর ও তাঁর বন্ধুর বাড়ির নিরাপত্তারক্ষীকে তুলে নিয়ে যান। কিছু দূর যাওয়ার পর ওই নিরাপত্তারক্ষীকে ছেড়ে দেওয়া হয়। এরপর থেকে হাসিনুরের কোনো খোঁজ নেই।
শামীমা জানান, এ ঘটনায় তিনি গতকালই পল্লবী থানায় অভিযোগ দিতে যান। গভীর রাত পর্যন্ত সেখানে বসে থাকেন। কিন্তু পুলিশ তাঁর কোনো অভিযোগ গ্রহণ করে নি।
হাসিনুর রহমান কয়েক বছর আগে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন।
এ বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, হাসিনুরের পরিবারের দেওয়া অভিযোগ আজ পুলিশ গ্রহণ করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।সূত্রঃ আ্যানেলাইসিস বিডিসহ বিভিন্ন সংবাদ মাধ্যম