আল-জাজিরায় সাক্ষাৎকার দেয়ায় গুম করা হল সাংবাদিক শহীদুল আলমকে !
এর আগে তিনি আল জাজিরায় লাইভ সাক্ষাৎকার দিয়েছিলেন। জানিয়েছেন পাঠাশালার সাবেক অধ্যক্ষ তানভীর মুরাদ তপু।
দৃক-এর জেনারেল ম্যানেজার ও শহীদুল সাহেবের স্ত্রীর বলেন, ডিবির গাড়ি ছিল কয়েকটা। উনারা এখন ধানমন্ডি থানার দিকে যাচ্ছে।
অন্যদিকে সাইয়েদা গুলরুখ নামে দৃক এর এক পরিচালক নিউজ এইজ পত্রিকায় বলেন, এক দল লোক কালো গাড়িতে এসে বাসার সিসিটিভি ক্যামেরা ভেঙ্গে ফেলে। এমনকি বাসার দারোয়ানকেও বেঁধে ফেলে।
গতকাল রবিবার আল-জাজিরায় স্কাইপিতে সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বর্তমান ভোটারবিহীন আওয়ামী সরকারের সমালোচনা করেন। তিনি বলেন,
– বাচ্চা বিদ্রোহ আলাদা কোন ঘটনা না। ব্যাংক লুট, মানুষের কণ্ঠ রোধ, গুম খুন পুলিশের চাঁদাবাজি, দুর্নীতি সব মিলে মানুষ অতিষ্ঠ। জমে থাকা ক্ষোভ বের হয়ে এসেছে।
— এই সরকার জোর করে ক্ষমতায় আছে । ক্ষমতা হাতছাড়া হোলেই তারা ছিন্ন ভিন্ন হয়ে যাবে ।
– হাসিনার কথা কেউ আর বিশ্বাস করে না। কোটা আন্দোলনে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শেষ ক্রেডিবিলিটিও হারাইছে।
– পুলিশ সাধারণ মানুষকে মারতেছে, তাদের সহযোগী সশস্ত্র গুন্ডারাতো মারতেছেই। পুলিশ এবং গুন্ডারা হলো একদল আরেকদলের সহযোগী।
– ফেয়ার এন্ড ফ্রি ইলেকশনে আওয়ামী লীগ পালানোরও পথ পাবে না। তাই তারা ভয়ের চোটে উন্মাদ হয়ে গেছে।
তাঁর সেই সাক্ষাৎকার দেখতে ক্লিক করুন,