নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ ভারত

June 26, 2018 8:09 pm0 commentsViews: 51
 নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ ভারত

ভারতকে নারীদের জন্য পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে বিশেষজ্ঞদের একটি জরিপে। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, বিশ্বের সব দেশের মধ্যে ভারতের নারীরা যৌন নিগ্রহ ও দাসত্বের উচ্চ ঝুঁকির কারণে অনিরাপদ রয়েছেন।

নারীদের বিভিন্ন সমস্যার বিশেষজ্ঞ এমন ৫৫০ জনের ওপর জরিপ চালায় লন্ডনভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান থমসন রয়টার্স ফাউন্ডেশন। মঙ্গলবার তারা জরিপের ফলাফল প্রকাশ করে।

এতে দেখা যায়, নারীর ওপর যৌন নির্যাতন, গৃহপরিচারিকার কাজের জন্য তাদের পাচার, জোর করে কাজ করানো, জোর করে বিয়ে দেয়া এবং যৌন দাসীসহ বিভিন্ন অত্যাচারের কারণে ভারতকে নারীদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ।

জরিপে আরও দেখা গেছে, সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে নারীরা বিভিন্ন ঝুঁকির মধ্যে থাকে এমন দেশগুলোর মধ্যেও সবচেয়ে বিপজ্জনক ভারত। নারীদের ওপর এসিড নিক্ষেপ, যৌনাঙ্গ কেটে ফেলা, বাল্য বিয়ে দেয়া এবং শারীরিক নির্যাতনসহ বিভিন্ন অত্যাচারের উল্লেখ করা হয় জরিপে।

একই জরিপে সাত বছর আগে ভারতকে মেয়েদের জন্য বিপজ্জনক দেশগুলোর মধ্যে চতুর্থ বলে ঘোষণা করা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, ভারত এই তালিকার সবচেয়ে উপরের স্থান দখল করায় বুঝা যাচ্ছে যে, নারীরা যেসব বিপদের মধ্যে থাকে তা দূর করতে সেখানে যথেষ্ট পদক্ষেপ নেয়া হয় নি।

এমনকি ছয় বছর আগে দিল্লীতে চলন্ত বাসে ছাত্রী ধর্ষণের ঘটনার পর নারীর প্রতি সহিংসতাকে জাতীয়ভাবে গুরুত্ব দেয়া হলেও অবস্থার উন্নতি হয় নি।

কর্নাটক রাজ্য সরকারের কর্মকর্তা মঞ্জুনাথ গঙ্গাধর বলেন, ‘ভারত নারীদের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা ও অসম্মান প্রদর্শন করেছে… ধর্ষণ, বিবাহ পরবর্তী ধর্ষণ, যৌন নির্যাতন ও আক্রমণ, কন্যাশিশু নিধন লাগামহীনভাবে চলছেই।’

‘বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ এবং মহাকাশ ও প্রযুক্তিতে নেতৃত্ব দেয়া দেশটি নারীদের বিরুদ্ধে সহিংসতার জন্য লজ্জিত’ যোগ করেন তিনি।

ভারতের হিন্দুস্তান টাইমস পত্রিকা জানিয়েছে, ভারতের নারী ও শিশু মন্ত্রণালয় এ বিষয়ে কোন মন্তব্য দিতে রাজি হয় নি।

ভারত, লিবিয়া এবং মিয়ানমারে নারীরা সবচেয়ে বেশি পাচারকারীদের শিকার হন বলে মনে করা হয়। আন্তর্জাতিক অপরাধীদের চক্র এখানে বছরে ১৫ হাজার কোটি টাকা মূল্যমানের কর্মকাণ্ড চালায়।

জরিপ অনুযায়ী নারীদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ১০টি দেশ হচ্ছে- ভারত, আফগানিস্তান, সিরিয়া, সোমালিয়া, সৌদি আরব, পাকিস্তান, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, ইয়েমেন, নাইজেরিয়া, ও যুক্তরাষ্ট্র।

সিএনএন জানিয়েছে, ভারতে প্রতিদিন প্রায় ১০০ যৌন নির্যাতনের অভিযোগ পুলিশের কাছে দায়ের করা হয়।

২০১২ সালের দিল্লীতে ছাত্রী ধর্ষণ ও হত্যার পর সম্প্রতি আবারও বেশ কয়েকজন নারী ও শিশু ধর্ষণ এবং হত্যার ঘটনায় বিশ্বজুড়ে সংবাদ শিরোনামে আসে ভারত।

পরিবর্তন 

Leave a Reply

You must be logged in to post a comment.

Editor in Chief: Dr. Omar Faruque

Editor: Dr. Morjina Akhter

All contact: 400E Mosholu Parkway South Apt # A23,The Bronx, New York 10458, USA

Mob. 001.347.459.8516
E-mail: dhakapost91@gmail.com