কুড়িগ্রামে ‘কাদা বৃষ্টি’! অবাক মানুষ
-HOME-SHOW.jpg)
কুড়িগ্রামের আকাশে ঝড়েছে কাদা বৃষ্টি। বৃহস্পতিবার গভীর রাতে এখানকার কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হয়। সকালবেলা স্থানীয়রা দেখতে পান এই বৃষ্টি যেখানেই পড়েছে সেই স্থানেই কাদা লেপে দেয়ার মতো কর্দমাক্ত হয়েছে।
ঘরের টিন, সিঁড়ি, আঙিনায় রাখা বালতি, কাপড়সহ বিভিন্ন স্থানে এই কাদার প্রলেপ দেখে এলাকায় রীতিমতো শোরগোল পড়ে যায়। এই দৃশ্য দেখতে ভিড় পড়ে যায় উৎসুক মানুষের। অনেকেই বালতিতে পড়া কাদা বৃষ্টির পানি দেখে অবাক হয়ে যান।
বৃষ্টির পানি স্বচ্ছ হলেও কাদা বৃষ্টির সংরক্ষিত পানি বালতিতে দেখে সহজেই এখানকার মানুষ নিশ্চিত হন যে বৃহস্পতিবার রাতে বয়ে যাওয়া বৃষ্টি ছিল কাদা বৃষ্টি। এই বৃষ্টিকে কেউ কেউ আল্লাহর গজব বলেও ধারণা করছেন।
নাগেশ্বরী উপজেলার গৃহিণী মরিয়ম পারভীন, ফুলবাড়ী উপজেলার রাহিলা বেগম, মোহাম্মদ আলীসহ আরও অনেকে পরিবর্তন ডটকমকে জানান, বৃহস্পতিবার এ অঞ্চলে বয়ে যাওয়া বৃষ্টি ছিল কাদা পানির সংমিশ্রণের বৃষ্টি।
মোহাম্মদ আলী বলেন, তিনি তার বাড়ির আঙিনায় বালতিতে পড়া কাদা বৃষ্টির পানি ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য এক বোতল সংরক্ষণ করে রেখেছেন। এই পানি কেউ পরীক্ষা-নিরীক্ষা করতে চাইলে তা তিনি তাকে দেবেন বলেও জানান।
তার দাবি, এই কাদা বৃষ্টির পানি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা করুক।
এ ব্যাপারে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতর খামারবাড়ীর উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান পরিবর্তন ডটকমকে জানান, অনেক সময় এসিড বৃষ্টি হয়। এ রকম কিছু হতে পারে। পাশাপাশি মহাকাশে প্রচুর যান ঘুরছে এ থেকেই বৃষ্টির সাথে কাদাসদৃশ্য নির্গত হতে পারে। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলেও জানান। সূত্রঃ [ইউনুছ আলী আনন্দ, কুড়িগ্রাম] পরিবর্তন।