এলিয়েন ধরেছিল রাশিয়ার কেজিবি (ভিডিও

এলিয়েন বিশ্বাসীদের অধিকাংশই মনে করেন, এলিয়েনের দেখা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই নয় রাশিয়াও পেয়েছে। অন্যতম পরাশক্তির দেশ হিসেবে রাশিয়ার কাছেও রয়েছে এলিয়েন প্রযুক্তি। কোনো কোনো এলিয়েন বিশ্বাসী তো প্রকাশ্যেই বলেন, রাশিয়ার কাছে দূর মহাকাশের বুদ্ধিমান প্রাণীর এমন সব হাতিয়ার রয়েছে তা যুক্তরাষ্ট্রের কাছেও নেই।
অবশ্য শক্তিমান দেশগুলোর বিজ্ঞানীরা এসব কথাকে ভিত্তিহীন বলেই উড়িয়ে দেন। রাশিয়াও এলিয়েন কিংবা ভিনগ্রহের প্রযুক্তি নিয়ে কখনও কোনো বক্তব্য দেয়নি। তবে ভিনগ্রহের প্রাণীদের সঙ্গে রুশ সম্পৃক্ততা নিয়ে রহস্য রয়েই গেছে এলিয়েন বিশ্বাসীদের মনে।
সেই রহস্যেই যেন ঘি ঢালতে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে এলিয়েন বিশ্বাসীরা। ভিডিওতে দাবি করা হয়, সেটির দৃশ্য ধারণ করেছিলেন রুশ গুপ্তচর সংস্থার এক সদস্য।
এলিয়েন সম্পর্কে তদন্ত এবং গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণের জন্যই তাকে মাটির নিচে গোপন একটি সামরিক ঘাঁটিতে পাঠানো হয়। মাটির নিচে প্রবেশ করেই সেই এজেন্ট বুঝতে পারেন, ‘ডালমে কুছ কালা হ্যায়!’
ঘাঁটির ভেতরে অধিকাংশ দরজাই বন্ধ দেখতে পান সেই কেজিবি সদস্য। এলিয়েন বিশ্বাসীদের সংবাদমাধ্যম ইউএফও টুডে’কে সেই ব্যক্তি জানান, মাটির নিচের সেই গোপন ঘাঁটির ভেতরে প্রবেশ করেই তিনি অদ্ভুত সব শব্দ শুনতে পান।
নাম গোপন করা অবসরপ্রাপ্ত সেই কেজিবি সদস্য বলছিলেন, তার কানে এমন সব শব্দ আসছিল যা তিনি কখনই শোনেননি। তার মনে হচ্ছিল, যে সব প্রাণী এমন শব্দ করছিল তারা কেউ পৃথিবীর নয়।
দৃশ্য ধারণের জন্য তিনি ছাড়াও সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তাও তার সঙ্গে ছিলেন। অবশ্য গোপন প্রকল্প সম্পর্কে জানা সরকারের উচ্চপদস্থ অপর ব্যক্তি সেই কেজিবি এজেন্টকে বলেন, তারা একটি দুর্লভ অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছেন।
আরও বলেন, ভিডিও ধারণ একমুহূর্তের জন্যও যেন বন্ধ রাখা না হয়। কেননা, সামনে এমন সব দৃশ্য হাজির হতে যাচ্ছে যা দ্বিতীয়বার মিলবে না।
এরপর তাদের বিশেষ পোশাক পরে একটি গোপন কক্ষে নিয়ে যাওয়া হয়। প্রবেশের আগে অবশ্য উচ্চ পদস্থ ব্যক্তি তাকে আশ্বস্ত করেন। জানান, এখানে কোনো বিপদ তাদের জন্য লুকিয়ে নেই।
কক্ষের ভেতরে প্রবেশ করেই চোখ কপালে উঠে কেজিবি এজেন্টের। বন্দি অবস্থায় সেখানে অবস্থান করছে এলিয়েন।
কক্ষে প্রবেশ করা মাত্রই সেই কেজিবি এজেন্টের মস্তিষ্কে যেন একটি বার্তা এসে পৌঁছালো। বার্তাটি পাঠিয়েছে আটক সেই এলিয়েন।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্যে তাকে বারবার অনুরোধ জানাচ্ছিল সেই এলিয়েন। কেজিবি এজেন্টকে মানসিক যোগাযোগের মাধ্যমে বলছিল যে, তাকে আটক করা ঠিক হয়নি। দ্রুত তাকে মুক্তি দিতে ঊর্ধ্বতন মহলের অনুমোদন নিয়ে আসা হোক।
https://www.youtube.com/watch?v=DJ8UwEk2A0I#action=share