নিউইয়র্কে রাইটার্স ফোরাম অফ নর্থ আমেরিকা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত।
জামিল আনসারীঃ অত্যন্ত নিরিবিলি পরিবেশে গত ৪ঠা জুন, সোমবার, রাইটার্স ফোরাম অফ নর্থ আমেরিকা’র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের টক অফ দ্যা টাউনের হলরুমে অনুষ্ঠিত উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ আবদুল্লাহ আল আরিফ। সাধারণ সম্পাদক রশীদ আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ‘এখন সময়’ পত্রিকার সম্পাদক, সিনিয়র সাংবাদিক কাজী সামছুল হক। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ, লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব ড. ওমর ফারুক, কবি-কথাকার সালেম সুলেরী, প্রবীণ সাংবাদিক মুহাম্মদ জয়নাল আবেদীন ও নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি ও হক কথা ডটকম এর সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ।
এছাড়াও আরো বক্তব্য রাখেন ইয়র্ক বাংলা’র নির্বাহী সম্পাদক জামীল আনসারী, তরুণ আলেমে দ্বীন মাওলানা হামিদুর রহমান আশরাফ, হিউম্যানিটি ক্লাব অফ আমেরিকার সেক্রেটারি আলম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন রাইটার্স ফোরাম অফ নর্থ আমেরিকা’র সাহিত্য সম্পাদক ইঞ্জিনিয়ার নাসিরউদ্দিন আহমেদ।
এছাড়াও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশি আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সেক্রেটারি, প্রাবন্ধিক আহবাব চৌধুরী খোকন, ব্রিকফিল মালিক সমিতি সিলেট জেলা শাখার সেক্রেটারি মকবুল হোসেন, শিক্ষাবিদ আবু জামান, নাট্য অভিনেতা জাহাঙ্গীর খান, রাইটার্স ফোরাম অফ নর্থ আমেরিকার সহ সভাপতি মুমিনুল ইসলাম মজুমদার, প্রথম আলোর সিনিয়র রিপোর্টার মুহাম্মদ মনজুরুল হক, সাপ্তাহিক বাংলাদেশ এর আলমগীর হোসেন, বাংলা পত্রিকার সহকারি সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দীপু ,কমিউনিটি এক্টিভিস্ট মুহাম্মদ বাহার উদ্দীন,মেজবাহ উদ্দিন আহমদ,মোঃ আলী আহমদ,নাজমুল গণী,মাহফুজুর রহমান,আলী হোসেন,আবদুর রহমান ও মোশাররফ হোসাইন প্রমূখ।
এছাড়াও নিউইয়র্কের আরো অনেক ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং লেখকরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা হামিদুর রহমান আশরাফ। সভার শুরুতে কোরআনে হাকীম থেকে তেলাওয়াত করেন ক্বারী মোহাম্মদ ওবায়দুল্লাহ।