পশ্চিমবঙ্গে দুপুরে শেখ হাসিনা যা খাবেন
শান্তিনিকেতনের পূর্বপল্লিতে নির্মিত বাংলাদেশ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় আজ। সকাল সাড়ে ১০টায় সমাবর্তন উৎসব ও বেলা ১১টা ৫০ মিনিটে বাংলাদেশ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান। মূল অনুষ্ঠানের পর দুপুরে রবীন্দ্র অতিথিগৃহে মধ্যাহ্নভোজের সারবেন দুই প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপ্যায়নের মেনু থেকে বাদ দেওয়া হয়েছে মাংস। তার বদলে মধ্যাহ্নভোজের আয়োজনে স্থান পাচ্ছে পাবদা, চিংড়ি, ভেটকি মাছের হরেক পদ।
শনিবার(২৬ মে) আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আপ্যায়নে যাতে কোনও ত্রুটি না থাকে, সেজন্য তুঙ্গে প্রস্তুতি। চারদিকে চলছে সাজ সাজ রব। কোনও খামতি রাখতে নারাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঝুঁকি এড়াতেই হাসিনার জন্য মধ্যাহ্নভোজের মেনুতে রাখা হচ্ছে না মাংসের কোনও পদ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুধাংশু গুহ জানান, পরিস্থিতি বিচার করেই মেনু থেকে মাংসকে বাদ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বদলে শেখ হাসিনার জন্য মেনুতে থাকবে ডাব চিংড়ি, ভেটকি পাতুড়ি, পাবদা। পাশাপাশি, রমজান মাস চলায় ফল ও পানীয়ের ব্যবস্থাও থাকছে। মেনু থেকে বাদ যাচ্ছে না বর্ধমানের মিহিদানা ও সীতাভোগও।
