মিশরে দু হাজার বছর আগের কবরস্থান আবিষ্কার
ছবির কপিরাইটREUTERS
মিশরে দু হাজার বছরেরও বেশি পুরোনো এক প্রাচীন ‘নেক্রোপলিস’ বা সমাধিক্ষেত্রের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন প্রত্নতত্ববিদরা।
এখানে পাওয়া গেছে বহু মমি, পাথরের তৈরি শবাধার ও অন্যান্য সামগ্রী, এবং একটি গলার হার -বলা হচ্ছে ‘এটি হলো মৃত্যুর পরের জীবন থেকে পাঠানো বার্তা।’
কায়রোর দক্ষিণে মিনিয়া শহরের কাছে এই পুরো প্রত্নস্থানটি এতই বড় যে তা পুরোপুরি খনন করতে পাঁচ বছর লাগবে বলে মনে করা হচ্ছে। https://www.usatoday.com/story/news/world/2018/02/24/major-discovery-egypt-uncovers-2-000-year-old-cemetery/370178002/
http://www.newsweek.com/ancient-egypt-spectacular-2000-year-old-tomb-complex-discovered-40-sarcophagi-819863