দুই স্বর্ণকেশীর পাশে হাস্যোজ্জ্বল ট্রাম্প। নেই মেলানিয়া পাশে। এবার আবার নতুন করে নারী বিষয়ক বিতর্ক।।
‘অরফান প্রমিজ চ্যারিটি’ নামের এই সংগঠনটি অনাথ ছেলেমেয়েদের সেবায় কাজ করে থাকে। সংগঠনটি অনাথদের পাশাপাশি তাদের পরিবারের জন্যও সুযোগ তৈরি করে দেয়।
মারজোরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে হামলার শিকারদের ও তাদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে শুক্রবার ফ্লোরিডার একটি হাসপাতাল পরিদর্শনে যান প্রেসিডেন্ট ট্রাম্প। এসময় প্রেসিডেন্টের আনন্দময় হাস্যজ্জ্বল চেহারা সবার নজর কাড়ে।
শুক্রবার রাতে ট্রাম্প তার টুইটার পেজে হাসপাতাল পরিদর্শনের ছবি পোস্ট করেন এবং সাম্প্রতিকতম এই ট্র্যাজেডি সম্পর্কে একটি বার্তা পোস্ট করেন।
সামাজিক মিডিয়াতে তিনি লিখেছিন, ‘আমাদের সমগ্র জাতি ভিকটিম ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করছে। শিক্ষক, আইন প্রয়োগকারী সংস্থা, প্রথম সহায়তার হাত বাড়িয়ে দেয়া মানুষ ও চিকিত্সক যারা বিপদের মুখোমুখি সাহসীভাবে সাড়া দিয়েছেন: আপনাদের সাহসের জন্য আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি!’
হাসপাতাল পরিদর্শনের সময়েও ডাক্তার, নার্স, হামলার শিকার এবং স্ত্রী মেলানিয়ার সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলার সময়েও ট্রাম্পকে তার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে দেখা গেছে।
হাসপাতালের ডাক্তার, নার্সদের সম্পর্কে তিনি সাংবাদিকদের বলেন, ‘তারা যে কাজ করেছে তা অবিশ্বাস্য এবং আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। কিন্তু ডাক্তার, নার্স, হাসপাতাল, আইন প্রয়োগকারী সদস্যরা যা করেছেন তা সত্যিই অবিশ্বাস্য।’
যখন একজন সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন যে তিনি আমেরিকার বন্দুক নীতি পরিবর্তন প্রয়োজন কিনা জানতে চাইলে তিনি কোনো জবাব না দিয়ে হাঁটতে শুরু করেন।
[ডেইলি মেইল অনলাইন অবলম্বনে]