বিশাল বিমানে মাত্র একজন যাত্রী
২৭ অক্টোবর ২০১৭ঃ
স্কটল্যান্ডের লেখিকা ক্যারন গ্রিভি ‘জেট টু’ বিমানসংস্থার টিকিট কেটেছিলেন। গ্ল্যাসগো বিমানবন্দর থেকে ভূমধ্যসাগরীয় দ্বীপ ক্রিটে পৌঁছনোর কথা তার। বিমান ধরার জন্য সেদিন সময়মতই পৌঁছে ছিলেন ক্যারন। কিন্তু, শুরু থেকেই এয়ারপোর্টে তার প্রতি বিমান কর্মীদের ব্যবহার একটু অদ্ভূতই লেগেছিল তার। তবে, সেই ব্যবহার আশ্চর্যে পরিণত হয়েছিল বিমানে ওঠার পর। ক্যারন টুইটে লিখেছেন, বিশাল বিমানে একমাত্র যাত্রী কেবল তিনিই। এমন অভিজ্ঞতা তার এই প্রথম। গ্ল্যাসগো থেকে গ্রিসের ক্রিট পৌঁছতে সময় লাগে সাড়ে চার ঘণ্টার একটু বেশি। তাই দিনের কাজ সেরে বিকেলের দিকের ‘জেট টু’ বিমানের টিকিট কেটেছিলেন গোয়েন্দা রহস্যের লেখিকা ক্যারন। বিমানবন্দরে পৌঁছনোর পর থেকে বিশাল বিমান ধরার জন্য লাউঞ্জে সেই অর্থে কাউকেই দেখতে পাচ্ছিলেন না ক্যারন। তাই কিছুটা কৌতূহল নিয়েই বিমান কর্মীদের তিনি প্রশ্ন করেন, ‘বিমানের বাকি কাউকে তো দেখছি না?’ ক্যারন লিখেছেন, ‘তারা (বিমান কর্মীরা) সেদিন আমার দিকে তাকিয়ে হাসছিলেন। কিন্তু কোনো উত্তর দেননি।’ কৌতূহল নিয়েই রানওয়ে থেকে বিমানের সিঁড়ি বেয়ে ওঠেন ক্যারন। তখনও, তিনি জানতেন না বিমানের ভেতর আসল বিস্ময় অপেক্ষা করে রয়েছে তার জন্য। বিমানে পা রাখা মাত্রই ক্যারনকে বিমান কর্মীরা বিশেষ অভ্যর্থনা দেন। সেই সঙ্গে তাকে জানানো হয়, ১৮৯ জন যাত্রী বহনে সক্ষম বিমানে তিনি একাই যাত্রা করবেন। জানা গেছে, ওই বিমানে যাত্রা করার জন্য আরও দু’জন যাত্রী টিকিট কেটেছিলেন। তবে শেষ মুহূর্তে টিকিট বাতিল করেছেন তারা। জিনিউজ।