শ্রদ্ধা, কোন অভিযোগ নেই, শুধুই শ্রদ্ধা।

February 20, 2018 8:40 pm0 commentsViews: 18
নিউইয়র্ক থেকে ড. ওমর ফারুক।
মহান একুশের পূর্ব রাত্রি। স্থানীয় সময়ঃ ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটা।
 
সকলই দেখি ইনবক্সে শুধু মহান একুশে বাণী পাঠায়। কতটা বাণী পাঠাবেন এভাবে? এ মসের ২৫-২৬ তারিখও আছে। দেশের দেশপ্রেমিক সিনিয়র সামরিক কর্মকর্তাদের বিশাল সংখ্যকের থরে থরে সাজানো লাশ। তারপার ৫ ও ৬ মে রঙ মেখে শুয়ে থাকা (!) তরুণ প্রবীন হাজার ওলামা মাশায়েখের শাপলা চত্বরে অভিনয় আছে। সাতক্ষীরায় অত্যাচার, নিপীড়ন, খুন, ধর্ষণ, গ্রেফতার, রিমান্ড, নির্বিচারে ইসলামি ও দেশপ্রেমিক নাগরিকদের হত্যা, তাদের বাড়িঘর দুয়ার ভেঙ্গে দেওয়া, হত্যাযজ্ঞের সে যেন এক মহোৎসব। দেশের সৎ, মেধাবী দেশপ্রেমিক নাগরিকদের বিচারের নামে প্রহসন চালিয়ে খুনের মহোৎসব। সমগ্র বছরই সারা দেশে অগণিত বিরোধী মতাবলম্বী দেশ প্রেমিক লাখ নাগরিকদের গ্রেফতার, নির্যাতন, গুম, হত্যা কারাবরণ, ক্রস ফায়ার আছে। কত শোক বাণী পাঠাবেন আপনারা বলুন!! এভাবে সারা বছরের প্রতিটি দিবসই তো দেখি, শোক আর শোক। শেয়ার বাজার অপমৃত্যু থেকে আপাতত রেহাই পেল। সেটি বোধ হয় গায়েবি সাহায্য। শেয়ার মার্কেটের অনেক ব্যবসায়ী ও নেতৃবৃন্দ ইনবক্স ও ফোনে জানিয়েছিল, কিছু একটা লিখুন এ সব নিয়ে। তাদের মধ্যে সরকারদলীয় ব্যবসায়ী নেতাও আছেন। কেউেই দেখলাম ভারতের দস্যুদের কাছে শেয়ার বাজার বন্ধক দেওয়ার পক্ষে মত দেয় নি। তারা ১০০% একমত হয়েছিল যে, চীনের হাতে শেয়ার বাজার গেলে আমাদের তেমন ঝুঁকি নেই। এখন দেশটি যদি এবার রক্ষা হয়। ইয়া আল্লাহ । শেয়ার বাজারের মত গায়েবি সাহায্য দিয়ে শয়তানের রাহু মুক্ত করুন দেশটিকে। বাংলাদেশের কোন গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে আজ থেকে আমার আর কোন অভিযোগ নেই। কতগুলো দুর্বৃত্ত সব পেশাতেই অল্পকিছু থাকবেই। কিন্তু বাংলাদেশের বেশির ভাগ গণমাধ্যম কর্মীরা যে ঝুঁকি নিয়ে কাজ করছে, আমি তাদের সাধুবাদ জানাই। আজ থেকে আমার আর কোন অভিযোগ নেই। মূলতঃ তাদের পেশাগত দক্ষতা ও ঝুঁকিপূর্ণ তৎপরতায় আমরা অল্প বিস্তর দেশের সত্যিকার সংবাদ ও তথ্য খুঁজে পাই। আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক একজন নির্বাহী সদস্য হিসেবে তাদের পেশাগত কর্ম তৎপরতাকে অভিনন্দন জানাই। সক্রিয় দেশপ্রেমিক রাজনৈতিক নেতাদের নিয়েও আজ থেকে আমার আর কোন অভিযোগ নেই। দুর্বৃত্ত প্রশাসনযন্ত্রের নিষ্পেষণে জর্জরিত নেতা ও কর্মীরা ইসরাইলি স্টাইলের বর্বরতার মধ্য দিয়েও যে দেশের ও জনগণের দাবী আদায়ে উচ্চকিত হয়, সংগ্রাম করে, তাদের প্রতি আমার শ্রদ্ধা, কোন অভিযোগ নেই, শুধুই শ্রদ্ধা।

Leave a Reply

You must be logged in to post a comment.

Editor in Chief: Dr. Omar Faruque

Editor: Dr. Morjina Akhter

All contact: 400E Mosholu Parkway South Apt # A23,The Bronx, New York 10458, USA

Mob. 001.347.459.8516
E-mail: dhakapost91@gmail.com