ভুগর্ভের নীচে ইউরেনিয়ামের ভাণ্ডার! সেটাই টার্গেট চীনের?
হিমালয়ের কোলে বিপুল ইউরেনিয়াম ভাণ্ডারের হদিস খুঁজে পান গবেষকরা। নেপালের মুস্তাং অঞ্চলের উত্তরাংশে চিন সীমান্ত লাগোয়া একটি এলাকা থেকে এ তেজস্ক্রিয় খনিজের সন্ধান পান তারা। এ এলাকার ভূগর্ভে বিপুল ইউরেনিয়াম মজুত আছে বলে গবেষকদের প্রাথমিক অনুমান। ফলে গত কয়েকবছর ধরে এ এলাকায় গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন গবেষকরা।
আর এ বিপুল পরিমাণ ইউরেনিয়ামের দিকেই এখন নজর চীনের! অনেকের মতে, আর সে জন্যই যে করে হোক এ এলাকাকে নিজেদের অধীনে আনতে চায় বেজিং। কারণ একবার বিপুল পরিমাণ এ ইউরেনিয়ামের ভাণ্ডার যদি চলে আসে, তাহলে পরমাণু শক্তি কয়েকগুণ বাড়িয়ে তোলা সম্ভব হবে। আর সেজন্যই বারবার চীনের নজর এ এলাকার উপর থাকে বলে মত পর্যবেক্ষকদের।
প্রসঙ্গত, তেজষ্কিয় পদার্থের খবর পাওয়ার পরে দিন কয়েক আগেই দুর্গম ওই পাহাড়ি এলাকায় সমীক্ষা চালান খনি ও ভূতত্ত্ব বিভাগের গবেষকরা। সমীক্ষায় বিপুল পরিমাণে তেজষ্ক্রিয় পদার্থ পাওয়া গিয়েছে বলে বিভাগীয় প্রধান জানান। পাহাড়ি এ দুর্গম এলাকাটিতে ইউরেনিয়ামের ভাণ্ডার লুকিয়ে আছে বলে মত গবেষকদের। যদিও এই ইউরেনিয়ামের মান নিয়ে নিশ্চিত নন গবেষকরা। কারণ এর আগে কাঠমুন্ড ু এলাকা থেকেও ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গিয়েছিল। কিন্তু সেগুলো খুবই নিম্নমানের হওয়ায় বাণিজ্যিক ভাবে কাজে লাগান যায়নি।