হাসিনার আসনে খালেদার কাজের মেয়ে ফাতেমাকে মনোনয়ন দেয়ার দাবি।
এভাবে ফেসবুকে গত দুই দিন ধরে দেখা গেছে বেশ কিছু ব্যবহারকারী ফাতেমাকে শেখ হাসিনার আসনে প্রার্থী হিসেবে দেখতে চাচ্ছেন। আবার অনেকে বিষয়টিকে নিখাদ কৌতুক হিসেবে নিচ্ছেন। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের সত্যায়িত কপি বুধবারও খালেদা জিয়ার আইনজীবীদেরকে দেয়া হয়নি। আগামীকাল রায়ের কপি দেয়া হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা। বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ অনশন করেছে বিএনপি। সকাল দশটায় শুরু হওয়া অনশন চলে দুপুর একটা পর্যন্ত। নেতারা বলেন, রাজনৈতিকভাবে দুর্বল করতেই এই রায়। চেয়ারপারসন মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন তারা।
গৃহপরিচারিকা ফাতেমাকে সঙ্গে পেলেন খালেদা জিয়া।
আদালতের নির্দেশনা অনুযায়ী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গৃহপরিচারিকা ফাতেমাকে থাকার অনুমতি দিয়েছে কারা কর্তৃপক্ষ। বুধবার বিকেলে তাকে কারাগারে প্রবেশ ও খালেদা জিয়ার সঙ্গে থাকার অনুমতি দেয়া হয়। কারা অধিদফতরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী কারাবিধির আলোকে ফাতেমাকে পরিচারিকা হিসেবে খালেদা জিয়ার সঙ্গে থাকার অনুমতি দিয়েছে কারা কতৃপক্ষ।
সূত্রঃ শীর্ষনিউজ