পৃথিবী কি ধ্বংসের মুখে?
October 28, 2017
আবারও এক চাঞ্চল্যকর বিষয় উঠে এল বিজ্ঞানীদের হাত ধরে৷ শোনা যাচ্ছে যে পৃথিবী ক্রমশই তার ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিল, সে এবার তার দোরগোড়ায় পা রাখল৷
ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস-এর এক নয়া গবেষণায় এমনই তথ্য নাকি উঠে এসেছে৷ সেখানে বলা হচ্ছে, বিশ্বে ক্রমশই পাখি থেকে জিরাফ, বিভিন্ন প্রজাতির প্রাণীর সংখ্যা কমছে দিন দিন৷ এই ঘটনাকে বিজ্ঞানীরা বিশ্বের মহামারী হিসেবেই দেখছেন৷ আর এই মহামারীই পৃথিবীকে ঠেলে দিতে চলেছে ধ্বংসের পথে৷
মেক্সিকো সিটির এক বিশ্ববিদ্যালয়ের গবেষকের মতে, এই বিষয়টি শুধুমাত্র অ্যাকাডেমিক রিসার্চ পেপারের জন্যই আপাতত লেখা হয়েছে৷ এই লেখার ওপর ভিত্তি করে এখনই কিছু বলা বা সিদ্ধান্তে ঠাসা ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি৷ বৈজ্ঞানিকদের মতে ১০০বছরের মধ্যে ২০০-এর বেশি প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছে৷ বন্যপ্রাণীদের বাসস্থান কমে আসায় তাদের সংখ্যার ওপরেও প্রভাব পড়েছে৷ তাই একটা আশঙ্কার কথা উঠে আসছে, যদিও এখনই কিছু বলতে রাজি নন তাঁরা৷
সৌরজগতে হঠাৎ হাজির এক আজব অতিথি
নিউয়ির্কঃ আমাদের সৌরজগতে ছুটে বেড়াচ্ছে এক অদ্ভুত রহস্যময় বস্তু। এমন দৃশ্যই ধরা পড়ল গবেষকদের দূরবীক্ষণ যন্ত্রে। কোনও এক অন্য ছায়াপথ থেকে এসে পৌঁছেছে ওই গ্রহাণুর মত বস্তুটি। এমনটাই মনে করছে মার্কিন মহাকাশ বিজ্ঞানীরা। এটাই প্রথম মহাকাশের অতিথি, যা পৃথিবী থেকে দেখা যাচ্ছে।
রহস্যময় ওই বস্তুটির নাম দেওয়া হয়েছে A/2017 U1, চলতি মাসের শুরুতে এটি আবিষ্কার করা হয়েছে। হাওয়াই ইউনিভার্সিটি থেকে উচ্চমানের এক বিশেষ টেলিস্কোপে ধরা পড়েছে সেই দৃশ্য। ক্যালিফোর্নিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্রের কর্ণধার পল কোডাস বলেন, ‘এমন একটি বিষয়ের জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। অনেক আগেই এটা জানা গিয়েছিল যে, এরকম একটা জিনিসের অস্তিত্ব রয়েছে। নক্ষত্রের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এই ধরনের গ্রহাণু যা মাঝে মধ্যে সৌরজগতের মধ্যেও চলাফেরা করে। কিন্তু এই প্রথম টেলিস্কোপে ধরা পড়ল এটি।
http://www.cnn.com/2017/10/27/us/mystery-object-solar-system-trnd/index.html