কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি’র মসৃণ বাণী।

February 11, 2018 3:28 pm0 commentsViews: 51

একি বললেন মমতাজ – মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি বলেছেন, এতিমদের টাকা সহজে হজম করা যায় না। খালেদা জিয়া পরিবার দেশের মানুষের অনেক টাকা লুটপাট করে এখন লন্ডন গিয়ে বসে বসে খাচ্ছে। অথচ এতিমদের টাকা ১৭ জায়গায় হস্তাান্তর করেও পার পায় নি। আদালত খালেদা জিয়া, তার পুত্র তারেক রহমানসহ জড়িত সকলকেই সাজা দিয়েছেন।

শনিবার ১১ ফেব্রুয়ারি, বিকেলে সিংগাইর উপজেলার ধল্লা প্রথম আলো আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, কোরআন শরীফের সূরা নিসার ১০ নম্বর আয়াতে আছে,, যে এতিমের টাকা আত্মসাৎ করবে, সে জ্বলে পুড়ে মরবে।

প্রথম আলো আইডিয়াল স্কুলের সভাপতি, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিদুর রহমানের পরিচলনায় মমতাজ বেগম আরো বলেন, বর্তমান সরকার দেশে বিদ্যুৎ খ্যাতসহ বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন করেছেন। অথচ খালেদার সরকার তার আমলে থাম্বা বিক্রি করে সেই টাকা লুট-পাট করেছে। বর্তমান সরকার ব্যাপক বিদ্যুৎ উৎপাদন করে চাহিদা মত মিটার দেয়ায় এখন মানুষ বিদ্যুৎ নিতে তেমন আসে না। ইতোমধ্যে এ এলাকার ৯০ ভাগ বাড়িতে বিদ্যুৎতের আলো জ্বলছে।

খালেদা জিয়াকে নিয়ে একি বললেন মমতাজ

মমতাজ বেগম আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে সৎ রাষ্ট্র নায়ক হিসেবে ৩ নম্বরে স্থান করে নিয়েছেন। নেত্রী ১৮ ঘন্টা মানুষের সেবা করেন, দেশের কাজ করেন। সব হারিয়েও তিনি যে তার মানব সেবায় থেমে নেই। তাই আসুন আমরা সবাই এক পতাকার নিচে ঠাই নেই। আগামীতেও নৌকা মার্কায় ভোট দিয়ে দেই।

Leave a Reply

You must be logged in to post a comment.

Editor in Chief: Dr. Omar Faruque

Editor: Dr. Morjina Akhter

All contact: 400E Mosholu Parkway South Apt # A23,The Bronx, New York 10458, USA

Mob. 001.347.459.8516
E-mail: dhakapost91@gmail.com