ডাকে পাঠানো বাক্স খুলে জ্যান্ত বাঘের বাচ্চা উদ্ধার।।
নিউইয়র্ক থেকে ড, ওমর ফারুক।।
সকল পাচারের ব্যাপারে বিশ্বজোড়া মেক্সিকোর কী যে নাম ডাক আছে, তা আর নতুন করে বলার দরকার নেই। নিন্দুকে বলে, সেখানকার সরকার নাকি চালায় মাদক পাচারকারীরাই। তাই বলে জ্যান্ত বাঘ পাচার হবে! সেও কী সম্ভব! পুলিশ সূত্রে জানা গিয়েছে, জালিসকো থেকে কোয়েরেতারো প্রদেশে যাচ্ছিল বাক্সটি।

ডাকে যাচ্ছিল নীল রঙের বাক্সটি। পুলিশ টিমের গোয়েন্দা কুকুরের ইঙ্গিত দেখে খুলতেই তাজ্জব বনে গেল মেক্সিকো পুলিশ। বাক্স থেকে বেরুল আস্ত একটা রয়্যাল বেঙ্গল টাইগারের শাবক। ঘটনা মেক্সিকোর জেলিসকো শহরের ত্লাকেপাকে শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের। ব্যাঘ্রশাবকটিকে উদ্ধার করেছে মেক্সিকোর বন দফতর। বাক্সের ভেতর বাঘের বাচ্চার সে ছবি ফেসবুকে পোস্ট করেছে মেক্সিকো পুলিশ। এ রকম ছবি দেখে তো সকল ফেসবুক বন্ধুদের চক্ষু ছানাবড়া। আমার চক্ষুও।
এমনিতে পাচারের ব্যাপারে বিশ্বজোড়া মেক্সিকোর নামডাক আছে। নিন্দুকে বলে, সেখানকার সরকার নাকি বকলমে চালায় মাদক পাচারকারীরাই। তাই বলে বাঘ পাচার! পুলিস সূত্রে জানা গিয়েছে, জালিসকো থেকে কোয়েরেতারো প্রদেশে যাচ্ছিল বাক্সটি। বাক্সটি ত্লাকেপাক কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে পৌঁছতেই ডাকাডাকি শুরু করে সন্ধানী কুকুর। তখনই বাক্সটি খোলার সিদ্ধান্ত নেন নিরাপত্তারক্ষীরা।
কে বাঘের বাচ্চাটিকে এভাবে পাঠাল, জানতে তদন্তে নেমেছে মেক্সিকো পুলিশ।
ওদিকে এ ধরনের অমানবিক আচরণকারীর মুণ্ডপাত ঘটিয়ে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বব্যাপী জনতা।