খালেদার রায় নিয়ে ভারতীয় পত্রিকা যা লিখেছে
10 Feb, 2018
প্রতিবেশী এ দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতায় বাংলাদেশের আভ্যন্ত্মরীণ বিষয়ে হস্ত্মক্ষেপ করতে চায় না ভারত। এ দেশটিতে উন্নয়নমূলক কর্মকা-ে চীন অনেকখানি এগিয়ে গেছে। এ বিষয়টি পুরোপুরি খুব ভালোভাবে জানে ভারত। তা সত্ত্বেও তারা এমন অবস্থান নিয়েছে।
অনলাইনে টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে এ সব কথা বলা হয়। এতে আরও বলা হয়, জিয়া এতিমখানা ট্রাস্টের নামে আসা বিদেশি সাহায্যের ২ কোটি ১০ লাখ টাকা আত্মসাৎ করেছেন বেগম খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান ও অন্য চারজন। এ অভিযোগ এনে তাদের বিরম্নদ্ধে দুর্নীতির মামলা করে বাংলাদেশের দুর্নীতিবিরোধী কমিশন ২০০৮ সালের জুলাই মাসে। বৃহস্পতিবার ঢাকার একটি আদালত বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে এ মামলায় ৫ বছরের জেল দিয়েছেন। তার ছেলে তারেক রহমান ও অন্য চারজনকে ১০ বছরের জেল দিয়েছেন। এ বছরের শেষের দিকে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে উঠেছে। কারণ, আইন অনুযায়ী ৫ বছরের জেল হওয়ার কারণে খালেদা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। এটা যদিই হয় তাহলে তা হবে অবশ্যই ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য একটি বিরাট রাজনৈতিক অর্জন। তবে আওয়ামী লীগও স্বস্ত্মিদায়ক অবস্থায় নেই।
টাইমস অব ইন্ডিয়া আরও লিখেছে, এ বিষয়ে মন্ত্মব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় ভারতের সাবেক এক হাইকমিশনার বলেছেন, দুর্নীতির দায়ে খালেদা জিয়া গ্রেপ্তার হওয়া একটি ‘ট্রিকি’ পরিস্থিতি। অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের মিত্র বলে সুপরিচিত। ওই কূটনীতিক বলেন, প্রতিবেশী দেশগুলোর আভ্যন্ত্মরীণ বিষয়ে হস্ত্মক্ষেপ করে না ভারত। এখন বিএনপি এবং জামায়াতে ইসলামী কোনো সমস্যা সৃষ্টি করতে পারে কিনা তাই পর্যবেক্ষণ করছে দিলিস্ন।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে খালেদা জিয়া যদি প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম না হন, তবে তার দল বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করবে। ২০১৪ সালে যেমন হয়েছিল সেভাবে তারা নির্বাচন বর্জন করবে বলে মনে হয় না। তার ভাষায় ‘বাংলাদেশের, বিশেষ করে শেখ হাসিনা সরকারের দীর্ঘদিনের দাবি তিস্ত্মার পানি বণ্টন চুক্তি স্বাক্ষর করা। এখন সে বিষয়ে ভারতের পরিকল্পনা থাকা উচিত’।
বৃহস্পতিবার লন্ডন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট তারেক রহমান। ওই পোস্টে তিনি ইসলামপন্থিদের জিহাদের আহ্বান করেছেন। তিনি লিখেছেন ‘রাজপথ কাঁপাতে নেমে আসুন। ইসলামের পক্ষে জিহাদ করব’। এ কারণেই ভারত ক্ষুব্ধ।
বিএনপির সূত্রগুলো বলছেন, খালেদা জিয়া জামিন আবেদন করবেন। তারা আশা করছেন রোববার তিনি জামিন পাবেন। এরপরই তারা তাদের কর্মপরিকল্পনা নির্ধারণ করবেন।
তারেক রহমান আরও বলেছেন, কোনো প্রমাণ ছাড়া শুধু রাজনৈতিক প্রতিশোধ নিতে খালেদা জিয়াকে শেখ হাসিনার নির্দেশনায় পাঁচ বছরের জেল দেয়া হয়েছে। এই রায়ের বিরম্নদ্ধে তারা আপিল করবেন। খালেদা জিয়ার আইনজীবী ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জয়নুল আবেদিন আশা করছেন, রায়ের বিরম্নদ্ধে উচ্চ আদালত যদি স্টে বা মুলতবি আদেশ দেন তাহলে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন খালেদা জিয়া।
অন্যদিকে সহিংসতা সৃষ্টি না করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। খালেদা জিয়ার আদালতে যাওয়ার পথে অস্থিরতার খবর পাওয়া গেছে। ইটপাটকেল ও হাতবোমা ছোড়া হয়েছে। সহিংসতা থামাতে পুলিশকে ফাঁকা গুলি করতে হয়েছে। এতে কমপক্ষে একজন বিএনপি সমর্থক নিহত হয়েছেন। তবে বাংলাদেশের সিনিয়র কর্মকর্তারা বলেছেন, সব স্পর্শকাতর স্থানে পুলিশ মোতায়েন ছিল। এ জন্য বড় ধরনের কোনো সহিংসতা হয়নি