আর ট্রাম্প-ঘনিষ্ঠদের দাবি, শত্রুর মুখে ছাই দিয়ে এ ভাবেই পুরো মেয়াদটা কাটিয়ে দেবেন তিনি। তা হলে যে লেখালেখি হচ্ছিল, ট্রাম্প  আদৌ সুস্থ নন! তাঁর মানসিক সমস্যা রয়েছে। তাঁকে ‘পাগলাটে বুড়ো’ পর্যন্ত বলেছিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। যদিও রিপোর্ট বলছে, সব ঠিক। এখনও তাঁর টনটনে জ্ঞান।

কিন্তু প্রশ্ন উঠছে, ট্রাম্প কি নিজেই এ নিয়ে সন্দিহান ছিলেন? না হলে, খামোখা ‘মন্ট্রিল কগনিটিভ অ্যাসেসমেন্ট’ করাতে গেলেন কেন! সাধারণত অ্যালঝাইমার্স রোগী বা এতে আক্রান্ত সন্দেহে এই পরীক্ষার পরামর্শ দেওয়া হয়। ট্রাম্প অবশ্য প্রেসক্রিপশনের তোয়াক্কা না করেই এগিয়ে যান। আজ রিপোর্ট দেখে তাঁর ব্যক্তিগত চিকিৎসক জ্যাকসন বলছেন, ‘‘এই পরীক্ষায় প্রেসি়ডেন্টের তিরিশে তিরিশ পাওয়া তো স্বাভাবিক। আমি রোজ তাঁকে যেমনটা দেখছি, তাতে কখনও কোনও সমস্যা চোখে পড়েনি। কখনও তাঁকে অতিরিক্ত চাপের মধ্যেও দেখিনি। প্রত্যেকটা সকাল প্রেসিডেন্টের কাছে নতুন। বরাবর তিনি চনমনেই।’’

তবে ১০৮ কিলোগ্রামটা যে ঝরানো দরকার, তা মানছেন ট্রাম্প নিজেও। জ্যাকসনের দাবি, এ বছরের মধ্যেই ৪.৫ থেকে ৬ কিলোগ্রাম পর্যন্ত ওজন কমাতে রাজি হয়েছেন প্রেসি়ডেন্ট। ভরসা ডায়েট, কিঞ্চিৎ ওষুধ আর শারীরিক কসরতই।