নিউইয়র্কের রাস্তায় প্রকাশ্যে একি করলেন প্রিয়াঙ্কা!
নিউইয়র্কের রাস্তায় প্রকাশ্যে- সবে সবে শুটিং শুরু হয়েছে কোয়ানটিকোর সিজন থ্রি-এর। ওই শুটিংয়েই উত্তাপ ছড়ালেন প্রিয়াঙ্কা চোপড়াসহ অভিনেতা অ্যালান পাওয়েল-এর ঠোঁটে ঠোঁট রেখে উষ্ণতা ছড়ালেন পিগি।
নিউইয়র্কের রাস্তায় আচমকাই অ্যালান পাওয়েল-এর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। আবহাওয়ার থার্মোমিটারটি মাইনাসে যখন থরথর করে কাঁপছে এই শহর, তখন শীতকে তুড়ি মেরে উড়িয়েই দিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং অ্যালান পাওয়েল। আর এই উত্তাপ ছড়োনোর মধ্য দিয়ে সমগ্র নিউইয়র্ক শহরে নাগরিকদের জন্য শীত থেকে কিছুটা উত্তরণে সহায়ক হয়েছে কিনা সে রকম এক প্রশ্ন করলে এখানকার এক তরুণী শুধু হো হো করে হাসির উত্তাপই ছড়াল। উত্তর না করে হন হন করে ছুটে চলল তার গন্তব্য পানে।
ভারতীয় সুন্দরীর সঙ্গে অ্যালানের রসায়ন যে কোয়ানটিকোর সিজন থ্রি-এর টিআরপি আরও চাঙ্গা করবে, তা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত, কোয়ানটিকোর শুটিংয়ের সময় প্রিয়াঙ্কাকে কালো ব্যাকলেসে দেখা যায়।
‘বাজিরাও মস্তানি’-র পর থেকে এখনও পর্যন্ত প্রিয়াঙ্কাকে বলিউডের অন্য কোনও সিনেমায় দেখা যায়নি। তবে শিগগিরই পিগি বলিউডের আরও বেশ উ সিনেমার শুটিং করবেন বলে খবর।
সম্প্রতি তিনি এশিয়ার শীর্ষ আবেদনময়ী নারী নির্বাচিত হয়েছেন। এ নিয়ে পাঁচবার আবেদনময়ী নারী নির্বাচিত হয়েছেন তিনি। ব্রিটেনের একটি সাপ্তাহিক সংবাদপত্রের বার্ষিক জনমত সমীক্ষায় প্রিয়াঙ্কা রয়েছেন তালিকার শীর্ষে।
‘এশিয়ার ৫০ আবেদনময়ী নারী’ বেছে নিতে এই সমীক্ষা চালায় ‘ইস্টার্ন আই’ নামে সংবাদপত্রটি। পত্রিকার সমীক্ষায় এবার নিয়ে রেকর্ড পঞ্চমবার তালিকার শীর্ষে আছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। সব মিলে ভালো চলছে বলিউডের এই সুন্দরী নায়িকার দিনকাল।
ভারতীয় এই অভিনেত্রীর সঙ্গে অ্যালানের রসায়ন কোয়ানটিকোর সিজন থ্রি-এর টিআরপি আরো বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে। কোয়ানটিকোর শুটিংয়ের সময় প্রিয়াঙ্কাকে কালো ব্যাকলেসে দেখা যায়।
‘বাজিরাও মস্তানি’র পর থেকে এখনো পর্যন্ত প্রিয়াঙ্কাকে বলিউডের অন্য কোনো সিনেমায় দেখা যায়নি। তবে শিগগিরই তিনি বলিউডের বেশ কিছু সিনেমার অভিনয় করবেন বলে জানিয়েছিলেন।।
[এনটিডি অবলম্বনে]