ঘুম নেই মোর এই দুই চোখে
ড. ওমর ফারুক।।
মনটা আজ আমার কোনক্রমেই ভাল নেই
সে যে বসতে চাইছে না কিছুতেই,
জানালায় দাঁড়িয়ে পর্দাটা সরালাম,
শীতের রাতের আকাশ হলেও
বসন্ত যেন লুকোচুরি খেলে এখন
এ শহরে।
থেকে কিছু রঙ এনে দাও না
আজ আমার মন ভালো নেই
ভালো নেই ভালো নেই
নদী মরে যায় শুকোলেই
এমন তো কোনো কথা নেই
আবার শ্রাবণ এসে ভরে দিয়ে যায়
তৃষিত নদীর বুক
তেমন শ্রাবণ হয়ে তুমি আজ ভরে যাও না
আজ আমার মন ভালো নেই
আলো নেভে দিন ফুরোলেই
এমন তো কোনো কথা নেই
জোনাকি প্রদীপ হয়ে জ্বেলে দিয়ে যায়
তিমির রাতের মুখ
তেমন প্রদীপ হয়ে তুমি আজ জ্বলে যাও না
আজ আমার মন ভালো নেই
ভালো নেই ভালো নেই
ঘুম নেই মোর এই দুই চোখে
জীবন গড়ার মিথ্যে ঘোরে।