জাতির উদ্দেশে শুক্রবার ভাষণ দেবেন শেখ হাসিনা।।
এ মেয়াদে সরকারের চার বছর পূর্তিতে আগামী ১২ জানুয়ারি, শুক্রবার, সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বুধবার সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গণমার্ধ্যমকে এ তথ্য জানান। সরকারের চার বছর পূর্তি উপলক্ষে শুক্রবার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠেয় সাংস্কৃতিক অনুষ্ঠান দেশ টিভি এবং বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করবে জানিয়ে নূর বলেন, ‘সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত সময়ের মধ্যে তিনি ভাষণ দেবেন। সময়ের একটু এদিক-ওদিক হতেই পারে বলেও মন্ত্রী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী’র ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি ওয়ার্ল্ড এবং বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করবে। আমরাও অনুষ্ঠানের মঞ্চ থেকে ভাষণটি দেশ টিভিতে প্রচার করব।’ প্রধানমন্ত্রীর এ ভাষণে বর্তমান সরকারের উন্নয়নের সব বিষয় থাকবে এবং সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে বাংলার ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি এবং সরকারের চার বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হবে বলে জানান মন্ত্রী। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। জোট সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন ১২ জানুয়ারি। সে হিসেবে শুক্রবার আওয়ামী জোট সরকার তাদের চার বছর পূর্ণ করছে। উল্লেখ্য উক্ত নির্বাচনে দেশের প্রধান বিরোধীদল বিএনপি ও জামায়াতে ইসলামিসহ কিছু রাজনৈতিক দল অংশ নেয় নি। সে নির্বাচনের বৈধতা নিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত ছাড়া বিশ্বের প্রায় সকল দেশের কাছে বিতর্ক রয়েছে। সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘প্রথম নিবন্ধন করা ৩০ হাজার জন অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। ওই দিন দুপুর ২টা থেকে আর্মি স্টেডিয়ামের প্রবেশ ফটকগুলো খুলে দেয়া হবে এবং সন্ধ্যা ৭টার পর প্রবেশ ফটকগুলো বন্ধ করে দেয়া হবে।’ নিবন্ধনের লিঙ্ক:- http://www.fourthyearcelebration.com/
বিকাল ৪টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত এ অনুষ্ঠান চলবে। এতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীরা ছাড়াও ব্যান্ডদল দলছুট, চিরকুট, সোলস এবং জেমস ও মমতাজ অংশ নেবেন।