কোনটাতেই রাজী নয় দেখে কেটে দিয়েই শান্তি মিলল প্রেমিকার!
বিয়েটা না হয় করতে চাইছে না! নিদেনপক্ষে সেক্স করতে তো রাজি হবে। তাতেও রাজী নয়। তাহলে এমন মরার প্রেম করতে আসল কেন, প্রেমিকা! রাগে দুঃখে শেষাবধি বয়ফ্রেন্ডের যৌনাঙ্গ কেটে দিলেন প্রেমিকা। এমন চাঞ্চল্যকর ঘটনাটিও ঘটেছে সেই দিল্লীতেই। দিল্লী’র মঙ্গলপুরী’র এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সেখানে।
গত কয়েকবছর ধরে মঙ্গলপুরীর এক ফেরিওয়ালার সঙ্গে প্রেম করতেন বয়েস ২২-এর এ তরুণী। গত ১৮ অক্টোবর, বুধবার রাত সাড়ে এগারটা তখন। বাড়ি ফিরতেই তাঁর প্রেমিকার বৌদি ডেকে পাঠান তাঁকে। ডাক পড়তেই প্রেমিকার বাড়িতে পৌঁছে যান ওই যুবক। সেখানেই বিয়ে নিয়ে প্রেমিকার সঙ্গে অনেক বচসা হয়। প্রেমিকা তাঁকে বিয়ে করে নেওয়ার কথা বললে যুবক জানায়, বাড়ির লোকজন এ বিয়ে নিয়ে একেবারেই রাজী নয়। ফলে, আপাতত বিয়ে করা একেবারে সম্ভব নয়। এ কথা শুনে রেগে আগুন প্রেমিকা। এরপার প্রেমিককে ধাক্কা মেরে বাথরুমে ঢুকিয়ে দেন এবং জোর করেন সেক্স করতে বলা হয় প্রেমিককে। কিন্তু তাতে তিনি রাজি না হলে সোজা রান্নাঘর থেকে ছুরি নিয়ে আসেন, খুনের হুমকি দেন। তাতেও তিনি রাজি না হলে প্রেমিকার রাগ আরও বেড়ে যায়। হঠাৎ করেই প্রেমিকের যৌনাঙ্গ কেটে নেন তিনি। পুরো ঘটনাটিই ঘটে অভিযুক্ত মহিলার দাদা ও বৌদির সামনেই। এ ঘটনায় ইতোমধ্যে অভিযোগ দায়ের হয়েছে পুলিশে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকা ছাড়া আরও দুই অভিযুক্ত। [ কোলকাতা২৪ অবলম্বনে]