স্তন থেকে দু ইঞ্চি দূরে
।।আনা নাসরীন।।
একটু গভীরে দাও ছোঁয়া,
আর অল্প গভীরে,
আঁচড়টা এঁকেছ যেখানে,
তার খানিক গভীরে,
স্তন থেকে আর একটু দূরে
চলে যাও পাঁজরটা ফুঁড়ে,
পেয়ে যাবে হৃদপিণ্ডটা,
মায়া মমতার কাণ্ডটা।
সেখান থেকে আসছে এ ধোঁয়া
প্রিয় একটু গভীরে দাও ছোঁয়া।।
কনডমের প্যাকেট না কিনে
আজ একটা গোলাপ যদি কিনতে,
ব্লাউজের বোতাম না খুলে
আজ চুলের বাঁধনটা খুলতে,
ছোট ছোট মৃদু ব্যথাগুলো
আমি খোঁপার সে বাঁধনে লুকাই
প্রেমিকের দেয়া ক্ষতগুলো
আমি দৃষ্টির আড়ালে শুকাই।
একটা হৃদয়ের গান যদি গাইতে
এই মরু চোখে শ্রাবণটা ঝরত।
আর এক ছটা বৃষ্টির পর
সাতরঙে রংধনু করত।
যদি হৃদয়ের ঠিকানাটা পেতে
আর একটু সেখানে ছুঁয়ে যেতে।।
দুটি দেহ লাখ কোটি বার
মিলে মিশে হল একাকার
ডলে পিষে ছিঁড়ে খুঁড়ে খুঁড়ে
রোজ চল দেহ ভেদ করে,
তবু কত অচেনা যে লাগে
চেনার তৃষ্ণা মনে জাগে।
মন ছুঁতে চায় মনের সীমান্ত
শরীরটা আজ বড় ক্লান্ত।
কিছু হৃদয়ের কথা যদি বলতে,
জানি বুকের সে শ্রাবণটা ঝরত
আর একটু বৃষ্টির পরই
ঠিক সাতরঙে রংধনু করত
যদি মনের ঠিকানা খুঁজে নিতে
আর একটু সেখানে ছুঁয়ে দিতে।।