মুসলিম দেশে শুকরের গোশত বিক্রি’র প্রস্তাব রাশিয়ার কৃষিমন্ত্রী’র

October 23, 2017 2:12 am0 commentsViews: 20
ড. ওমর ফারুক।। নিউইয়র্ক থেকে।।  ২২ অক্টোবর ২০১৭।
[পুতিন উত্তর দেন, ”ইন্দোনেশিয়া মুসলিম দেশ। সেখানকার মানুষ পর্ক খায় না। ” কাচোভ বলেন, ”খায় না, ইউরোপেরটা যখন খায়, তখন আমাদেরটাও খাবে।”]

ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিষয়ে আলোচনা হচ্ছিল। এ সময় কৃষিমন্ত্রী আলেক্সান্ডার কাচোভ ইন্দোনেশিয়ায় শুকরের মাংস বিক্র ‘র  পরামর্শ দিলেন কাচোভ। কৃষিমন্ত্রীর কথা শুনেই হেসে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মূলতঃ বিদেশে কি রফতানি হয়, সে বিষয় নিয়ে একটি আলোচনা হচ্ছিল। সে সময় এ পরামর্শ দেন রাশিয়ার এগ্রিকালচার মিনিস্টার আলেক্সান্ডার কাচোভ। পর্কের বিক্রি আন্তর্জাতিক বাজারে বাড়ানোর জন্য তিনি বিশ্বের প্রথম মুসলিম গরিষ্ঠ ও বিশাল জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়ায় শুকরের গোশত রপ্তানি’র এ পরামর্শ  প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দিলেন।

কাচোভ বলেন, ”জার্মানি, তাদের দেশে উৎপন্ন হওয়া পর্কের অর্ধেক বিদেশে বিক্রি করে দেয়। জার্মানি প্রত্যেক বছরে পাঁচ লক্ষ টন পর্ক উৎপন্ন হয়, যার তিন মিলিয়ন চলে যায় চীন, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়ার মত দেশে। ” পুতিন উত্তর দেন, ”ইন্দোনেশিয়া মুসলিম দেশ। সেখানকার মানুষ পর্ক খায় না। ” কাচোভ বলেন, ”খায় না, ইউরোপেরটা যখন খায়, তখন আমাদেরটাও খাবে।”

Mr Tkachyov underlined Germany’s export achievements and said Russia should follow suit by increasing pork exports to Asia.

He said: “Look at Germany’s numbers, 5.5 million tonnes of pork produced a year, 3 million is exported to all countries.

“To China, to Indonesia, to Japan, Korea and so on.

“That is why we must not stop with pork no matter what, we must grow volumes.

[express.co.uk অবলম্বেনে]

Leave a Reply

You must be logged in to post a comment.

Editor in Chief: Dr. Omar Faruque

Editor: Dr. Morjina Akhter

All contact: 400E Mosholu Parkway South Apt # A23,The Bronx, New York 10458, USA

Mob. 001.347.459.8516
E-mail: dhakapost91@gmail.com