কবিতাঃ তোমার জন্য আমার যত দুঃখ।।
সকিনা।। তারিখঃ ৮ জানুয়ারি ২০১৭।।
তুমি আজ ছিনতাইকারীর নিকট সব খুইয়ে এলে,
আমার সে নিয়ে আছে এক রাশ দুঃখ।
কস্মিনকালেও ভাবি নি এমনটি হবে।
ও’রা যেন তোমার ভ্যানিটি ব্যাগ, অর্থ ও মোবাইল
চুরি করে নিয়ে যায় নি,
নিয়ে গেছে যেন আমার সারা অস্তিত্বকে,
অথচ আমি তোমার জন্য কিছুই করতে পারি নি!
তোমার জন্য আমার যত দুঃখ।
নিজের জিনিস বড়ই সাবধানে রাখতে হয়,
আমিও সব সময় সাবধান করি তোমায়,
জান তো দেশে এখন চোর চেচ্চরের অভাব নেই।
তুমি সে নিয়ে আর দুঃখ কর না,
চোরে চুরি করে নিয়ে গেলেও
সেটি নাকি তোমার দান সদকাহ হিসেবেই
আল্লাহর কাছে গৃহিত।
মুমিনের জীবনে কোন কিছু হারানোর নেই,
তুমি সৎ চিন্তা কর, মানুষের কল্যাণের কথা ভাব,
তুমি কিছুই হারাও নি, সেটিই ভেবে
নিজেকে দুঃখ থেকে পরিত্রাণ দাও।
সাময়িক অসুবিধা তোমার জীবনের চলার পথ
রুদ্ধ করে দেবে না আমি জানি,
আল্লাহ তোমাকে অন্যদিকে দেবে বেশুমার রহমত।
তবুও তোমার জন্য আমার যত দুঃখ আজ।