নারীকে নিয়ে ট্রাম্পের যত নোংরামি!
![]() |
ফক্স নিউজের মেগিন কেলির ওপর ক্ষেপে গিয়ে ট্রাম্প সেবার বললেন, ওরতো যে কোন জায়গা থেকে রক্ত ঝরে। মেয়েদের রক্ত ঝরা নিয়ে অত্যন্ত বাজে ইঙ্গিত করলেন তিনি। এমনকি কেলিকে ‘বিম্বো’ বলতেও ছাড়লেন না।
ফক্স নিউজের মেগিন কেলির ওপর ক্ষেপে গিয়ে ট্রাম্প সেবার বললেন, ওরতো যেকোনও জায়গা থেকে রক্ত ঝরে। মেয়েদের রক্ত ঝরা নিয়ে অত্যন্ত বাজে ইঙ্গিত করলেন তিনি। এমনকি কেলিকে ‘বিম্বো’ বলতেও ছাড়লেন না। জিওপি’র একটি বিতর্কে সঞ্চালক ছিলেন মেগিন কেলি। ট্রাম্পের কাছে এক প্রশ্নে জানতে চেয়েছিলেন কেন তিনি মেয়েদের ‘মোটা শুকরী আর কুত্তি’ বলেছিলেন। আর তাতেই ট্রাম্পের অমন নোংরা ভাষার ব্যবহার।
রিপাবলিকান দলের প্রার্থীতায় ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন কার্লি ফিওরিনা। তার সম্পর্কে ট্রাম্পের মত, ওঁর চেহারার জন্যই তো কেউ ভোট দেবে না। রোলিং স্টোনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ওর চেহারার দিকে তাকান!, কেউ কি তাকে ভোট দেবে? আপনি কি ভাবতেও পারেন এমন একটা চেহারার মানুষ আমাদের ভবিষ্যত প্রেসিডেন্ট?’ এরপর অবশ্য ভোল পাল্টালেন ট্রাম্প। ‘না, আসলে আমি তার চেহারা নয়, ব্যক্তিত্বের কথাই বলতে চাইছি।’
একই ধরনের মন্তব্য তিনি হিলারি ক্লিনটনকে নিয়েও করেছেন। তার চেহারায় কোনও ‘প্রেসিডেন্সিয়াল লুক’ নেই বলেই মন্তব্য ডনাল্ড ট্রাম্পের।
গত ডিসেম্বরে হিলারি ক্লিনটনের বাথরুমে যাওয়া নিয়ে বাজে ইঙ্গিত করেন ডনাল্ড ট্রাম্প। সেবার ডেমোক্রেটিক একটি বিতর্কে হিলারির মঞ্চে যেতে কিছুটা দেরি হলে ট্রাম্প বলেন, ‘আমি জানি সে কোথায় গেছে। বিরক্তিকর একটা ব্যাপার। এ নিয়ে আমি কথা বলতে চাই না।” এই বলে বাথরুমের ইঙ্গিত করলেন ট্রাম্প। নারীদের যে মাঝে মধ্যে বাথরুমে যেতে হয় সে নিয়ে ট্রাম্প যে এই প্রথম ইঙ্গিতপূর্ণ কথা বললেন তাই নয়। ২০০৪ সালে হাওয়ার্ড স্টার্নের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, একটি উদাহরণও নেই তিনি মেলিনা ট্রাম্পকে কখনো বাথরুমে হাগা করতে যেতে দেখেছেন।
হিলারিকে নিয়ে সবচেয়ে বাজে ইঙ্গিত তিনি করেছেন বারাক ওবামাকে জড়িয়ে। ২০০৮ সালের নির্বাচনে।
সূত্রঃ বাঙলা নিউজ।