জাতি’র ফেলে আসা একটি বছর।। কি পেলাম। কি দিলাম। স্বাগত নববর্ষ ২০১৮।।

December 31, 2017 10:38 am0 commentsViews: 26

যুক্তরাষ্ট্র থেকে ড. ওমর ফারুক।।

স্থানীয় সময়ঃ ৩১ ডিসেম্বর ২০১৭ সকাল ১০টা।

আমি যখন এ লেখা শেষ করছি, তখন এ সব দেশগুলোতে এখনও ২০১৭ সালটি শেষ হতে আরও নিদেনপক্ষে ১৪টি ঘণ্টা বাকী। বাংলাদেশসহ কিছু দেশ আর মাত্র দু’ঘণ্টা পরই নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত হয়ে আছে। কেউ কেউ আছে এ বছরের ফেলে আসা দিনগুলোর হিসেব নিকেশ নিয়ে। কী পেলাম, কী দিলাম। সে হিসাব চুকায়ে দিতে হয়ত গলদগর্ম হবে। আল্লাহর নিকট প্রার্থনায় নত হবে তার শির। ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইবে। অর্জনের জন্য মহান  রবের নিকট শোকর গুজার করবে।   অন্য দিকে, কিছু  মাখলুকাত থাকবে, যারা সুরা আর সাকী  নিয়ে বসে রবে। ঢুলু ঢুলু চোখে তাকাবে রঙিন আবেশে জীবনের সামগ্রীর  আর একটু পরই উদযাপন করবে নববর্ষ, উদ্যম স্বভাবে হয়ত গাইবেঃ ‘সুরাপাত্র নিঃশেষ হয়ে যায় দ্রুত/ আর এক পেয়ালা সুরা দাও সাকী পানে। আর হয়ত গাইবেঃ ”যদি সুরা শেষ হয়ে যায়,/ তবে এ পেয়ালায় জীবন ঢেলে দাও।/ আমি আকণ্ঠ পান করব এ জীবন।/ শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত পান করব,/ আমার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে মিশে যাবে,/ আমার অস্তিত্বে মিশে যাবে,/ আমার অস্তিত্বে মিশে যাবে,/ আমার অস্তিত্বে মিশে যাবে এ জীবন/ শুধু পূর্ণতা দাও আমায়,/ আর এক পেয়ালা সুরা দাও আমায়,/ আর এক পেয়ালা সুরা দাও সাকী।” [ইমতিয়াজ ইমনের লেখা এ পদ্যটা।]

এবার বিগত বছরের একটু হিসেব মিলাই।

গত ৪৪ বছরে বাংলাদেশের শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে শতকরা ৫৩ দশমিক ২ ভাগ। ১৯৭২ সালে বাংলাদেশের শিক্ষার হার ছিল শতকরা ১৬ দশমিক ৮ ভাগ। বর্তমানে শিক্ষার এই হার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে শতকরা ৭০ ভাগ। ১৯৭২ সালে ১৫-২৪ বছর বয়সের নারীদের শিক্ষার হার ছিল ২৭ শতাংশ। বর্তমানে এই হার শতকরা ৮০ শতাংশ। নারীদের শিক্ষার হার বেড়েছে শতকরা ৫৩ ভাগ। শিক্ষার এই হার বৃদ্ধির সাথে সাথে দেশের উন্নয়নের অন্যান্য সূচকও বৃদ্ধি পেয়েছে। একটি কর্মশালায় অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট-এর ব্যবস্থাপনা পরিচালকসরকারের অতিরিক্ত সচিব মোঃ নুরুল আমীন এরকম তথ্যই জানিয়েছিলেন।

বর্তমানে দেশের জনসংখ্যা ১৬ কোটি ১৭ লাখ ৫০ হাজার জন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ প্রতিবেদন স্যাম্পল ভাইটাল সার্ভে এ তথ্য উঠে এসেছে। এতে দেখা গেছে, ২০১৭ সালের ১ জানুয়ারির সর্বশেষ হিসাবে বতর্মানে বাংলাদেশে পুরুষ ও মহিলা প্রায় সমান। বর্তমানে দেশে পুরুষ ৮ কোটি ১০ লাখ এবং মহিলা।

১৬ মে ২০১৭তে প্রধানমন্ত্রীর ভারত সফরে ১১ টা চুক্তি ও ২৪টি  সমঝোতা স্মারক সাক্ষরিত হয়। প্রধানমন্ত্রীর ভুটান  সফরে ৩টা চুক্তি ও ৪টি  সমঝোতা স্মারক সাক্ষরিত হয়। এ বছর অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশ ১২৮তম। ২০১৬ সালের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ১৩৯তম। মানব উন্নয়ন সূচকে সবচেয়ে শীর্ষ অবস্থানে রয়েছে নরওয়ে ও সর্বনিম্ন দেশের নাম মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। বাংলাদেশের বর্তমান উাপজেলা সংখ্যা ৪৯১। সর্বশেষ উপজেলা হিসেবে স্বীকৃতি মিলল কুমিল্লা জেলার লালমাই। দেশে বর্তমানে পৌরসভার সংখ্যা ৩২৭ এবং সর্বশেষ পৌরসভা হিসেবে স্বীকৃতি মিলল চট্টগ্রাম জেলার চন্দনাইশ। দেশের সর্বশেষ এবং ২৭ তম গ্যাস ক্ষেত্রের নাম পাবনা জেলার সুজানগরের মোবারকপুর গ্যাস ক্ষেত্র। বর্তমান বিশ্বে বাংলা ভাষার অবস্থান ৬ষ্ঠ তম। বঙ্গবন্ধুর আত্মজীবনীর দ্বিতীয় গ্রন্থের নাম হল “কারাগারের রোজনামচা”। বাংলা একাডেমি এ বছরের ১৭ মার্চ প্রকাশ করে। ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি কসোভোকে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ স্বীকৃতি দেয়। এ বছরের ১৫ ফেব্রুয়ারি ১২তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কে এম নুরুল হুদা শপথ ও দায়িত্ব গ্রহণ করে। বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার হিসেবে এ বছরের ১৫ ফেব্রুয়ারি শপথ ও দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশের বর্তমান অর্থসচিব হেদায়েতুল্লাহ আল মামুন। এ বছরের ১২ মার্চ বাংলাদেশ বিশ্বের ৪১ তম সাবমেরিনের অধিকারী দেশ হিসেবে  আবির্ভুত হয়।  বাংলাদেশ নৌবাহিনীতে সংযোজিত নতুন এ দুটি সাবমেরিনের নাম হল বনৌজা নবযাত্রা ও জয়নৌযাত্রা। প্রথম বারের মত বাংলাদেশে জাতীয় গণহত্যা দিবস পালিত হয় এবার ২৫ মার্চ। এ দিবসটি জাতীয় সংসদে প্রস্তাব আকারে গৃহিত হয় ১১ মার্চ এবং অনুমোদিত হয় ২০ মার্চ। ২০১৭ সালে ১৫ জন বিশিষ্ট নাগরিককে স্বাধীনতা  পুরষ্কার’  ২০১৭ প্রদান করা হয়। তেল গ্যাস অনুসন্ধানের জন্য বাংলাদেশের সমুদ্র সীমাকে এ পর্যন্ত ২৬টি ব্লকে ভাগ করা হয়েছে। এ বছরের ১৭ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান প্রথম বারের মত উদযাপিত হয়। আন্তর্জাতিক নারী সাহসিকতা পুরষ্কার অর্জনকারী বাংলাদেশি ঝালকাঠি জেলার সারমিন আক্তার। ২০১৭ সালের ১ জানুয়ারি পর্তুগালের নাগরিক আন্তনিও গুতরেস জাতিসংঘের নতুন মহািসচিব দায়িত্ব গ্রহণ করেন। তিনি এ সংস্থার নবম মহাসচিব হিসেবে আধিষ্ঠিত হলেন।  মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প এ বছরের ২০ জানুয়ারি শপথ গ্রহণ করেন। ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট হিসেবে ২০১৬ সালের ৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচেনে বিজয়ী হয়েছিলেন। এর আগে আমেরিকার িইতিহাসে সর্বপ্রথম কালো আফ্রিকান অরিজিন আমেরিকান বারাক হোসেন েওবামা ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট হিসেব পরপর দুবার এ দেশের প্রেসিডেন্ট ছিলেন। যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন  এবং প্রতিরক্ষা মন্ত্রী হলেন জেমস মেটিস। জার্মানির বর্তমান প্রেসিডেন্টের নাম ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমিয়া। সার্কের বর্তামন মহাসচিব হলেন পাকিস্তানের নাগরিক আমজাদ হোসেন সিয়াল। বর্তামানে তেল উত্তোলনে শীর্ষ দেশ কিন্তু রাশিয়া। বর্তামনে গড় আয়ুতে শীর্ষ দেশ হল জাপান। টেস্ট সিরিজে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংসের মালিক সাকিব আল হাসান (২১৭ রান)। বাংলাদেশের শততম টেস্ট এ বছরের ১৫থেকে ১৯ মার্চ শ্রীলঙ্কার পি সারা ওভাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে বর্তমানে দারিদ্রের হার ২৬.২০ শতাংশ, অতিদরিদ্র মানুষের সংখ্যা ১১.৯০ শতাংশ এবং বার্ষিক দারিদ্র হ্রাসের হার ১.৫ শতাংশ।এখন জিডিপিতে প্রবৃদ্ধির হার  ৭.২৪ % । মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থানঃ ১৩৯ তম । বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হারঃ ১.৩৭ % । মোট জনসংখ্যাঃ ১৬.১৭ কোটি । বর্তমানে বাংলাদেশে শিক্ষার হারঃ উ: ৬২.৭ % । দেশে মোট সরকারি বিশ্ববিদ্যালয় আছে এখনঃ ৩৮ টি ।  বর্তমানে বাংলাদেশের জনগণের প্রত্যাশিত আয়ুষ্কালঃ ৭০.৯ বছর । পুরুষের ৬৯.৪ বছর এবং নারীদের ৭২ বছর ।২০১৬ – ১৭ অর্থবছরে দেশে খাদ্যশস্য উৎপাদন হয়েছেঃ ৩৯৬.৮৮ লক্ষ মেঃটন । দেশে বর্তমানে মাতৃমৃত্যুর হারঃ ১.৮১ % । দেশে ডাক্তার প্রতি জনসংখ্যাঃ ২৬২৮ জন ।

বাংলাদেশের  ১০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছে ২০১৬ সালে। সে বছরের ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী ঢাকায় বসে সেটির উদ্বোধন করেছিলেন। যে ১০টি অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করা হয়েছে তার মধ্যে সরকারি উদ্যোগে রয়েছে চারটি, আর বাকি ছয়টি বেসরকারি উদ্যোগে। সরকারি উদ্যোগের অর্থনৈতিক অঞ্চলের মধ্যে রয়েছে চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল, বাগেরহাটের মংলা অর্থনৈতিক অঞ্চল এবং টেকনাফের সাবরাং পর্যটন অঞ্চল। টেকনাফে বিশেষ এই অর্থনৈতিক অঞ্চলে পর্যটন খাতে নেয়া হবে বিশেষ উদ্যোগ। অন্যদিকে বেসরকারিভাবে যে ছয়টি অর্থনৈতিক অঞ্চল রয়েছে সেগুলো হলঃ নরসিংদীর পলাশে এ কে খান গ্রুপ, মুন্সীগঞ্জে আবদুল মোনেম লিমিটেড, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের দুটি, গাজীপুরে বে গ্রুপ এবং নারায়ণগঞ্জে আমান গ্রুপ। এরইমধ্যে জমি অধিগ্রহণ সহ বেশ কিছু অর্থনৈতিক অঞ্চলের কাজ চলছে বলে জানিয়েছে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। সারাদেশে বিনিয়োগ ছড়িয়ে দিতে আগামী ১৫ বছরে ৩০ হাজার হেক্টর জমিতে ১০০ অঞ্চল প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের সরকার। এরইমধ্যে চাহিদার প্রেক্ষিতে চীন, জাপান ও ভারতীয় বিনিয়োগকারীদের জন্য অঞ্চল নির্ধারণ করা হয়েছে।

 

Leave a Reply

You must be logged in to post a comment.

Editor in Chief: Dr. Omar Faruque

Editor: Dr. Morjina Akhter

All contact: 400E Mosholu Parkway South Apt # A23,The Bronx, New York 10458, USA

Mob. 001.347.459.8516
E-mail: dhakapost91@gmail.com