৮ রকম নারী থেকে সাবধান!

January 29, 2018 4:08 pm0 commentsViews: 25
৮ প্রকার নারী হইতে সাবধান! জেনে রাখা ভালো…

৮ প্রকার নারী আছে, যেগুলো থেকে সাবধান থাকা নিরাপদ। নারীর ভালবাসা কোন পুরুষ না পেতে চায়। নারীর ভালবাসায় খুব খারাপ ছেলেও ভাল হয়ে যায়, আবার নারীর ছলনায় একটা ভাল ছেলেও খারাপ হয়ে যায়।

তাই আগে থেকেই কিছু নারী সম্পর্কে জেনে রাখা ভাল। এ সব নারী থেকে নিজেকে সব সময় নিরাপদ দূরত্বে থাকুন।  এসব মক্ষীরাণীদের সংস্পর্শে কোনভাবেই নিজেকে জড়াবেন না। ভদ্রভাবে জীবন যাপন করতে চাইলে এ রকম  ৮ প্রকার নারী থেকে অবশ্যই  সাবধান থাকবেন। নিচে এদের পরিচয় দেয়া হল।

যে নারী শুধু আপনার টাকা দেখেঃ এমন নারীর সাথে কোন ভাবেই সম্পর্কে জড়াবেন না, যে শুধু অর্থ খোঁজে। অর্থের জন্য সারাক্ষণ আপনাকে জ্বালাতন করে। এসব  নারীদের কৃতজ্ঞতাবোধ খুবই কম থাকে। আবার  এটাও সত্য যে, একান্ত নিজের প্রিয় পুরুষ মানুষটির কাছে আর্থিক নিরাপত্তা কমবেশি বেশির ভাগ নারীই খুঁজে থাকেন।

কিন্তু যে নারীর চোখে আপনার ধনী হওয়াটাই একমাত্র গুণ, তার থেকে অবশ্যই দূরত্ব বজায় রাখুন। এই ধরণের নারী আপনাকে কেবল একটি এটিএম মেশিনের মতই ব্যবহার করবে, সত্যিকারের ভালবাসা তার কাছে থেকে পাবার কোন সম্ভাবনাই অন্তত এ জনমে  নেই।

যৌন সম্পর্ককে ভালবাসার চেয়েও বেশি গুরুত্বঃ 

নারীরা যখন যৌনতার বিষয়ে অধিক আগ্রহী হয়, সেটা যে কোন পুরুষ পছন্দ করেন খুব। তাদের মাথায় একবারও এটা আসে না যে ভালবাসার চাইতে যৌনতায় অধিক আগ্রহী নারী আসলেই তাঁকে ভালবাসেন কিনা!

যৌন আকাঙ্ক্ষা জীবনে থাকবেই আর সেটাই ভালবাসাকে মধুর করে তোলে। কিন্তু আপনার সঙ্গিনী যখন ভালবাসার চাইতে যৌনতাকেই বেশি প্রাধান্য দেবেন, জানবেন যে আপনার সাথে প্রতারণা করতে সময় লাগবে না তার!

রুচিশীলতা ও শিক্ষার অভাব :

যে মেয়েটিকে নিয়ে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছেন, অবশ্যই পরীক্ষা করে দেখবেন তার রুচিশীলতা ও অন্তর্নিহিত শিক্ষা। কেননা এই মেয়েটি আপনার স্ত্রী হবে, আপনার সন্তানের মা। আপনাদের সন্তানেরা যা শিখবে, তার বিশাল অংশটা শেখাবেন এই মেয়েটিই।

একটি সম্পর্কে বেশিদিন থাকতে না পারার মনোভাব:

আজকাল নারী পুরুষ উভয়ের মাঝেই এক সম্পর্কে বেশিদিন না থাকার অস্থিরতা দেখা যাচ্ছে। যার সাথে ভবিষ্যতের স্বপ্ন দেখছেন, আগে যাচাই করে নিন সে সম্পর্কে স্থায়ী হতে চায় তো? অতীতে যার অনেকগুলো সম্পর্ক ছিল এবং তুচ্ছ কারণে সেসব সম্পর্ক ভেঙে দিয়েছে যে মেয়ে, তার সাথে আগামীর প্ল্যান না করাই মংল

অন্য পুরুষের সাথে সর্বক্ষণ আপনাকে তুলনা করা

তুলনা করা :

নিজের বাবা, ভাই, দুলাভাই কিংবা বন্ধুদের সাথে আপনাকে তুলনা করা নারীকে ভুলেও সঙ্গিনী করতে যাবেন না। জীবনটা কেটে যাবে বাক্যবাণে অপমানিত হতে হতে!

সংসার করতে আগ্রহী নন :

কেবল বিয়ে করলেই হবে না, সংসারে আগ্রহীও হতে হবে। যে যাই বলুক না কেন, নারীরা আজও “হোমমেকার”। একজন নারীর ওপরে ভিত্তি করে দাঁড়িয়ে তাহকে পুরো পরিবার।

তাই যে নারী সংসার করার ব্যাপারে আগ্রহী নন, তার থেকে দূরে থাকুন। এখানে উল্লেখ্য যে, কর্মজীবী হওয়ার সাথে সংসারী হওয়ার কোন সম্পর্ক নেই। প্রচুর কর্মজীবী নারী দারুণ সংসারী। আবার অসংখ্য গৃহবধূও আদতে সংসারী নন। মানুষকে সম্মান করতে জানে না

স্বার্থপর:

একজন স্বার্থপর মানুষ কখনো অন্যকে সম্মান দিতে জানে না। আর যে অন্যকে সম্মান দেয় না, সে আপনার পরিবার, পিতামাতা ও আপনাকে কী সম্মান দেবে?

নার্সিসিষ্ট নারী :

নার্সিসাস সিনড্রোমে আক্রান্ত নার্সিসাস সিনড্রোমে আক্রান্ত নারী তারাই, যারা নিজেকে বিশেষ করে নিজের চেহারাকে মারাত্মক ভালোবাসেন। রূপের দেমাগে মাটিতে পা পড়ে না, কেবল নিজের রূপচর্চাতেই ব্যস্ত থাকেন, এমন নারী থেকে অবশ্যই দূরে থাকুন

Leave a Reply

You must be logged in to post a comment.

Editor in Chief: Dr. Omar Faruque

Editor: Dr. Morjina Akhter

All contact: 400E Mosholu Parkway South Apt # A23,The Bronx, New York 10458, USA

Mob. 001.347.459.8516
E-mail: dhakapost91@gmail.com