‘২০৪১ সালে উন্নত বিশ্বের কাতারে থাকবে বাংলাদেশ’

July 5, 2018 5:15 am0 commentsViews: 11

জানুয়ারি ২৫, ২০১৮

মুন্সীগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনমুন্সীগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন২০৪১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ থেকে গ্র্যাজুয়েট হয়ে উন্নত বিশ্বের সঙ্গে এক কাতারে যাবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘‘কানাডা, ইউরোপ, আমেরিকার মতো দেশের কাতারে আমরা যাবো। এই রুপকল্প নিয়ে অনেকে সন্দেহ করে, অনেকেই হাসি-ঠাট্টা করছে। কিন্তু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়েই এগোচ্ছেন। আমাদের দুইটি রুপকল্প— ‘২০২১’ ও ‘২০৪১’। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে।’’

মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ি উপজেলার বড়লিয়া এলাকার মুন্সীগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি নামফলক উন্মোচন করে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা আর পৃথিবীর বুকে ভিক্ষুকের জাতি হিসেবে পরিচিত থাকবো না। আমরা প্রয়োজনে পৃথিবীর অন্যান্য দেশ— যারা বিপদে থাকে, না খেয়ে থাকে; তাদের সহায়তা করবো। এরকম একটি পরিস্থিতিতে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবো। এটাই জাতির জনকের কন্যা শেখ হাসিনার রুপকল্প।’

খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, ‘বাংলাদেশ অলরেডি মধ্যম আয়ের দেশে যাওয়ার জন্য তিনটি ধাপ অর্জন করেছে। পৃথিবীর কোনও দেশ এই তিনটি ধাপ অর্জন করেনি। বেশির ভাগই অর্জন করেছে দুইটি ধাপ। মধ্যম আয়ের দেশে যাওয়ার জন্য মাথাপিছু আয় দরকার ১২৭০ ডলার, বাংলাদেশের মাথাপিছু আয় বর্তমানে ১৬১০ ডলার। প্রতিটি সূচকে আমরা এগিয়ে আছি।’

জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলম পিপিএম ও মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান প্রমুখ।

৪৭.৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত মুন্সীগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে দুই বিভাগে চার বছরের কোর্সে আবাসিক সুবিধাসহ প্রতি সেমিস্টারে ৯৬ জন শিক্ষার্থী ভর্তি হলে আট সেমিস্টারে ৮০০ জন ভর্তি হওয়ার সুযোগ থাকছে। ইতোমধ্যেই ১২ জন নারী শিক্ষার্থীসহ ২৫৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি এবং ডিপ্লোমা ইন মেরিন শিপিংবিল্ডিং ইঞ্জিনিয়ারিং নামে দুইটি কোর্স চালু আছে। ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। প্রায় চার বছর পর আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হলো। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বাস্তবায়ন করেন। এই প্রকল্পের আওতায় বাংলাদেশে ৫টি ইন্সটিটিউট প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সূত্রঃ বাংলা ট্রিবিউন

Leave a Reply

You must be logged in to post a comment.

Editor in Chief: Dr. Omar Faruque

Editor: Dr. Morjina Akhter

All contact: 400E Mosholu Parkway South Apt # A23,The Bronx, New York 10458, USA

Mob. 001.347.459.8516
E-mail: dhakapost91@gmail.com