২০১৭ সালের পরবর্তী সময়টাতে আসলে কী ঘটতে যাচ্ছে!
।।অনুলিখনে নিউইয়র্ক থেকে ড. ওমর ফারুক।।
(প্রথম কিস্তি)
জেরুজালেম সম্পর্কে ইহুদী রাব্বি (ধর্মগুরু) জুদাহ বেন শ্যামুয়েল এর ভবিষ্যত বাণী যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। অবশ্য আল্লাহ সর্বজ্ঞ।
জুদাহ বেন শ্যামুয়েল ছিলেন দ্বাদশ শতকের বিখ্যাত জার্মান ইহুদী রাব্বি । জন্ম ১১৫০ সালে এবং মৃত্যু ১২১৭ সালে । তিনি জার্মানীতে বসবাস করতেন । ৮০০ বছর আগে ১২১৭ সালে তিনি পবিত্র ভূমি জেরুজালেম সম্পর্কে ভবিষ্যত বাণী করেন ।
তিনি বলেন, “তুর্কীরা জেরুজালেম জয় করবে । তারা ৮ জুবিলী জেরুজালেম শাসন করবে । তারপর তাদের শাসন শেষ হয়ে যাবে এবং পরবর্তী ১ জুবিলী সময় ধরে জেরুজালেম হবে ‘নো ম্যানস ল্যান্ড’ । তারপরের জুবিলীতে জেরুজালেম ইহুদী জাতির শাসনে থাকবে এবং তারপরই মেসিয়াহ এর সময়ের সূচনা হবে ।”
ইহুদী বর্ষপঞ্জী অনুসারে ৫০ বছরে ১ জুবিলী বা জয়ন্তী হিসেবে ধরা হয় । রাব্বি জুদাহ বেন শ্যামুয়েল ১২১৭ সালে এই ভবিষ্যত বাণী করেন এবং এ ভবিষ্যত বাণী করার ৩০০ বছর পর ১৫১৭ সালে তুর্কী সুলতাল সেলিম মামলুকদের কাছ থেকে জেরুজালেম দখল করেন । তুর্কীরা পরবর্তী ৪০০ বছর অর্থাৎ ৮ জুবিলী সময় ধরে পবিত্র ভূমি জেরুজালেম শাসন করে । ঠিক ৮ জুবিলী অর্থাৎ ৪০০ বছর পর ১৯১৭ সালে জেরুজালেমে তুর্কী শাসনের অবসান হয় । এভাবে ৮ জুবিলী সময় জেরুজালেমে তুর্কী শাসনের মাধ্যমে বেন শ্যামুয়েল এর ভবিষ্যত বাণী বাস্তবায়িত হয়েছিল ।
১৯১৭ সালে ব্রিটিশ জেনারেল এডমন্ড এলেনবির নেতৃত্বে তুর্কীদেরকে জেরুজালেম থেকে বিতাড়িত করা হয় এবং জেরুজালেমে ’লীগ অফ নেশন্স’ এর অধীনে ব্রিটিশ মেন্ডেট আরোপ করা হয় । কার্যত জেরুজালেম এ সময় নির্দিষ্ট কোন দেশের অধীনে ছিল না । ১৯৪৮ সালে ব্রিটিশ মেন্ডেট শেষ হয় এবং ইসরাইল স্বাধীনতা লাভ করে । কিন্তু তখনও সম্পূর্ণ জেরুজালেমের উপর ইহুদি জাতির শাসন প্রতিষ্ঠিত হয় নি । তখন জেরুজালেমের পূর্ব অংশ শাসন করত জর্ডান এবং পশ্চিম অংশ শাসন করত ইসরাইল । এ ২ অংশের মাঝখানে তখন নো ম্যানস ল্যান্ড ছিল । ১৯১৭ সাল থেকে শুরু হওয়া ৫০ বছরের এই জুবিলী শেষ হয় ১৯৬৭ সালে । রাব্বি জুদাহ বেন শ্যামুয়েল ভবিষ্যত বাণী করেছিলেন, তুর্কীদের ৮ জুবিলী শাসনের পরবর্তী ১ জুবিলী সময় ধরে জুরেজালেম হবে নো ম্যানস ল্যান্ড । বাস্তবে ১৯১৭ সাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত ৫০ বছরের সময়ে ঠিক সেটাই ঘটেছিল ।
রাব্বি জুদাহ বেন শ্যামুয়েল এর আরও ভবিষ্যত বাণী হলঃ পরবর্তী জুবিলীতে জেরুজালেম ইহুদী জাতির শাসনে থাকবে । ১৯৬৭ সালে ৬ দিনের আরব ইসরাইল যুদ্ধ শুরু হয় এবং ইসরাইল জর্ডানের নিয়ন্ত্রণে থাকা জেরুজালেমের পূর্ব অংশ দখল করে সম্পূর্ণ জেরুজালেমের উপর ইহুদী জাতির শাসন প্রতিষ্ঠা করে । তাহলে দেখা যাচ্ছে ১৯৬৭ সাল থেকে শুরু হওয়া এ জুবিলীর প্রথম বছর থেকেই জেরুজালেমে ইহুদী জাতির শাসন প্রতিষ্ঠিত হয়ে জুদাহ বেন শ্যামুয়েল এর ভবিষ্যত বাণী সত্য প্রমাণ করে দিয়েছে । এ জুবিলী শেষ হবে ২০১৭ সালে ।
.
এখন একটা রহস্য হলো, কি হবে ২০১৭ সালে বা তার পরবর্তী সময়ে ?
ইহুদীদের বহু প্রতিক্ষিত মেসিয়াহ এর সময় কি তাহলে নিকটবর্তী ?
জুদাহ বেন শ্যামুয়েল ছিলেন দ্বাদশ শতকের বিখ্যাত জার্মান ইহুদী রাব্বি । জন্ম ১১৫০ সালে এবং মৃত্যু ১২১৭ সালে । তিনি জার্মানীতে বসবাস করতেন । ৮০০ বছর আগে ১২১৭ সালে তিনি পবিত্র ভূমি জেরুজালেম সম্পর্কে ভবিষ্যত বাণী করেন ।
তিনি বলেন, “তুর্কীরা জেরুজালেম জয় করবে । তারা ৮ জুবিলী জেরুজালেম শাসন করবে । তারপর তাদের শাসন শেষ হয়ে যাবে এবং পরবর্তী ১ জুবিলী সময় ধরে জেরুজালেম হবে ‘নো ম্যানস ল্যান্ড’ । তারপরের জুবিলীতে জেরুজালেম ইহুদী জাতির শাসনে থাকবে এবং তারপরই মেসিয়াহ এর সময়ের সূচনা হবে ।”
ইহুদী বর্ষপঞ্জী অনুসারে ৫০ বছরে ১ জুবিলী বা জয়ন্তী হিসেবে ধরা হয় । রাব্বি জুদাহ বেন শ্যামুয়েল ১২১৭ সালে এই ভবিষ্যত বাণী করেন এবং এ ভবিষ্যত বাণী করার ৩০০ বছর পর ১৫১৭ সালে তুর্কী সুলতাল সেলিম মামলুকদের কাছ থেকে জেরুজালেম দখল করেন । তুর্কীরা পরবর্তী ৪০০ বছর অর্থাৎ ৮ জুবিলী সময় ধরে পবিত্র ভূমি জেরুজালেম শাসন করে । ঠিক ৮ জুবিলী অর্থাৎ ৪০০ বছর পর ১৯১৭ সালে জেরুজালেমে তুর্কী শাসনের অবসান হয় । এভাবে ৮ জুবিলী সময় জেরুজালেমে তুর্কী শাসনের মাধ্যমে বেন শ্যামুয়েল এর ভবিষ্যত বাণী বাস্তবায়িত হয়েছিল ।
১৯১৭ সালে ব্রিটিশ জেনারেল এডমন্ড এলেনবির নেতৃত্বে তুর্কীদেরকে জেরুজালেম থেকে বিতাড়িত করা হয় এবং জেরুজালেমে ’লীগ অফ নেশন্স’ এর অধীনে ব্রিটিশ মেন্ডেট আরোপ করা হয় । কার্যত জেরুজালেম এ সময় নির্দিষ্ট কোন দেশের অধীনে ছিল না । ১৯৪৮ সালে ব্রিটিশ মেন্ডেট শেষ হয় এবং ইসরাইল স্বাধীনতা লাভ করে । কিন্তু তখনও সম্পূর্ণ জেরুজালেমের উপর ইহুদি জাতির শাসন প্রতিষ্ঠিত হয় নি । তখন জেরুজালেমের পূর্ব অংশ শাসন করত জর্ডান এবং পশ্চিম অংশ শাসন করত ইসরাইল । এ ২ অংশের মাঝখানে তখন নো ম্যানস ল্যান্ড ছিল । ১৯১৭ সাল থেকে শুরু হওয়া ৫০ বছরের এই জুবিলী শেষ হয় ১৯৬৭ সালে । রাব্বি জুদাহ বেন শ্যামুয়েল ভবিষ্যত বাণী করেছিলেন, তুর্কীদের ৮ জুবিলী শাসনের পরবর্তী ১ জুবিলী সময় ধরে জুরেজালেম হবে নো ম্যানস ল্যান্ড । বাস্তবে ১৯১৭ সাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত ৫০ বছরের সময়ে ঠিক সেটাই ঘটেছিল ।
রাব্বি জুদাহ বেন শ্যামুয়েল এর আরও ভবিষ্যত বাণী হলঃ পরবর্তী জুবিলীতে জেরুজালেম ইহুদী জাতির শাসনে থাকবে । ১৯৬৭ সালে ৬ দিনের আরব ইসরাইল যুদ্ধ শুরু হয় এবং ইসরাইল জর্ডানের নিয়ন্ত্রণে থাকা জেরুজালেমের পূর্ব অংশ দখল করে সম্পূর্ণ জেরুজালেমের উপর ইহুদী জাতির শাসন প্রতিষ্ঠা করে । তাহলে দেখা যাচ্ছে ১৯৬৭ সাল থেকে শুরু হওয়া এ জুবিলীর প্রথম বছর থেকেই জেরুজালেমে ইহুদী জাতির শাসন প্রতিষ্ঠিত হয়ে জুদাহ বেন শ্যামুয়েল এর ভবিষ্যত বাণী সত্য প্রমাণ করে দিয়েছে । এ জুবিলী শেষ হবে ২০১৭ সালে ।
.
এখন একটা রহস্য হলো, কি হবে ২০১৭ সালে বা তার পরবর্তী সময়ে ?
ইহুদীদের বহু প্রতিক্ষিত মেসিয়াহ এর সময় কি তাহলে নিকটবর্তী ?
বেন শ্যামুয়েল এর ভবিষ্যতবানীর ব্যাখ্যা সংক্রান্ত ইউটিউব লিঙ্ক=(http://bit.ly/1RKeH5C)
References:
1. http://bit.ly/1NhDbjE
2. http://bit.ly/1NhDhYE
3. http://bit.ly/1LsW4ii
4. http://bit.ly/1I07FYu
5. http://bit.ly/1NhDn2s
6. http://bit.ly/1M97NzZ
[অপেক্ষায় থাকুন পরবর্তী কিস্তির জন্য।]