হিজাব পরেই শিকার করেন এই মুসলিম রমণী।

October 15, 2017 9:42 pm0 commentsViews: 71

ড. ওমর ফারুক।। নিউইয়র্ক, তারিখঃ ১৫ অক্টোবর ২০১৭।

তিনি অষ্ট্রেলিয়ান  মুসলিম রমণী৷ বয়স চল্লিশও পেরোয় নি। ৩৬ বছর বয়ষী এ রমণী নিয়মিত হিজাব পরেন এবং বন্য পশু শিকার করেন। হিজাবে তার কোন সমস্যা হয় না বলে জানালেন সংবাদ মাধ্যমকে। শুধু তাই নয়, তিনি একজন প্রাকটিসিং মুসলিম। ‍তার পুরো নাম কাদেজা আসাদ। অবশ্য তিনি সিঙ্গল মাদার এবং তার রয়েছে ৪ সন্তান৷

ছাগল, খেঁকশিয়াল, খরগোশ, হরিণ শিকার করেন তিনি৷ তবে শুধু শিকারেই থেমে থাকেন না কাদেজা৷ শিকার করা পশুর মাংস তিনি নিজের ছেলেমেয়েদের মজা করে রান্না করে  খাওয়ান৷  গণমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে কাদেজা  বলেছে, প্রতিবার শিকার করার আগে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন৷ তারপর ট্রিগার চালান৷ মনে মনে বলেন, “খাবারের জন্য আল্লাহ তোমাকে অনেক অনেক ধন্যবাদ৷” শিকারের পরও তিনি আল্লার কাছে শুকরিয়া আদায় করেন৷

নিজের শিকারের অভিজ্ঞতার কথাও শেয়ার করেছন তিনি৷ বলেছেন, শিকারের পর তিনি সেই পশুগুলোকে ধরে আল্লাহু আকবর বলে এক কোপে তাদের মাথা ধড় থেকে আলাদা করে দেন৷ “এ এক অদ্ভুত অনুভূতি৷ এটা খুশি নয়, কৃতজ্ঞতা বোধ৷” অনেক মুসলিম রমণী মনে করে হিজাব পরে বোধ হয় এসব কাজ করা যায় না, এটা তাদের ভুল ধারণা। জানালেন কাদেজা৷

শিকার তাঁর শখ৷ শিকারি হিসেবে নিজেকে পরিচয় দিতে তিনি গর্ববোধ করেন৷ পশুদের তিনি আল্লাহর দেওয়া নেয়ামত মনে করেন।  “কখনও কখনও আমি ওদের (পশুদের) দেখি৷ কি চমত্কার প্রাণী৷” বলেন তিনি৷ নিজের ছেলেমেয়েকেও শিকার শেখাচ্ছেন কাদেজা৷ তিনি জানিয়েছেন, তাঁর ছেলে পরের বছর ১২-এ পড়বে৷ সে বড় হয়ে শুটার হতে চায়৷ তিনি তাঁর ছেলেমেয়েদের শেখাতে চান, জীবনে সবকিছু খেটে পেতে হয়৷ এমনকি খাবারটাও। [কোলকাত২৪ অবলম্বনে]

Leave a Reply

You must be logged in to post a comment.

Editor in Chief: Dr. Omar Faruque

Editor: Dr. Morjina Akhter

All contact: 400E Mosholu Parkway South Apt # A23,The Bronx, New York 10458, USA

Mob. 001.347.459.8516
E-mail: dhakapost91@gmail.com