স্বাগত ২০১৮।। পুরানো জঞ্জাল ত্যাগ করেই মিলে যায় জীবনে ভাল কিছু।।
কলঙ্ক রাণী।। স্থানীয় সময়ঃ ১ জানুয়ারি ২০১৮ রাত ১২ঃ০১ মিঃ
আজ বিদায় দিচ্ছি একটি সাল। সারা বিশ্বের মানুষেরা প্রতি বছরের মত এমন করেই বছর বিদায় দেয় এবং নতুন করে নতুন বছরটাকে স্বাগত জানায়। এটা স্বাভাবিক একটি প্রক্রিয়া। কিন্তু আমার জন্য পেছনে ফেলে আসা বছরটি একটি ব্যতিক্রমী ও স্মরণীয় বছর। স্মৃতি রোমন্থন করতে গেলে তো বিগত দিনের স্মৃতিগুলো কোন সুখকর নয়। সেসব কিছু স্মৃতির আয়নায় যখন ভেসে ওঠে, তখন মনটা বিমর্ষ হয়ে আসে। বিষন্ন কবিতার মত এরকম কত কিছু, জীবনের কত পঁচা আবর্জনাই তো দুরন্ত হাওয়ার মোচড়ানো কান্নায় ভেসে যায়, ভেসে যায় জীবনের কত যে জঞ্জাল। কথায় আছেঃ ‘কুকুরের পেটে ঘি সয় না।’
সুরা নূরের ২৪ ও ২৫ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেনঃ
يَوْمَ تَشْهَدُ عَلَيْهِمْ أَلْسِنَتُهُمْ وَأَيْدِيهِمْ وَأَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ (24) يَوْمَئِذٍ يُوَفِّيهِمُ اللَّهُ دِينَهُمُ الْحَقَّ وَيَعْلَمُونَ أَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ الْمُبِينُ (25)
“যেদিন তাদের জিহ্বা,হাত ও পা তাদের কৃতকর্মের কথা প্রকাশ করে দেবে,” (২৪:২৪)
“সেদিন আল্লাহ তাদের প্রাপ্য প্রতিফল পুরোপুরি দেবেন এবং তারা জানতে পারবে যে,আল্লাহই সত্য,স্পষ্ট প্রকাশক।” (২৪ঃ২৫)
সুরা নূরের ২৬ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেনঃ
الْخَبِيثَاتُ لِلْخَبِيثِينَ وَالْخَبِيثُونَ لِلْخَبِيثَاتِ وَالطَّيِّبَاتُ لِلطَّيِّبِينَ وَالطَّيِّبُونَ لِلطَّيِّبَاتِ أُولَئِكَ مُبَرَّءُونَ مِمَّا يَقُولُونَ لَهُمْ مَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ (26)
“দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য এবং দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য (উপযুক্ত)। (একইভাবে) সচ্চরিত্রা নারী সচ্চরিত্র পুরুষের জন্য এবং সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্রা নারীর জন্য (উপযুক্ত)। তাদের সম্পর্কে (দুশ্চরিত্র লোকেরা) যা বলে,তা থেকে তারা পবিত্র। তাদের জন্যে আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা।” (আল কোরআন ২৪ঃ ২৬)
আমার যে স্বপ্নগুলো ধুসর হয়েছিল এতদিন, এবার ২০১৮ সালের শুরুতে এসে তা দূর হয়ে আলোর পথে এসেছে। আগের সবকিছু কিন্তু আঁধারেই মিলিয়ে গিয়েছে। আর তাই এখন আমি সত্য সুন্দরকে খুঁজে পেয়েছি। দুঃসময়কে আমি এখন ‘গুডবাই’ বলি। অন্ধকার ভেদ করে নতুন বছরের শুরুতে এখন আমার গগনে নতুন সূর্য উদিত। আলহামদুলিল্লাহ, নতুন বছর নতুন জীবন নিয়ে আমি খুব সুখি আছি। সুখময় স্বপ্নগুলো আমাকে বলে জীবনটাকে নতুন করে সাজাতে । আমিও তাই করি। নতুন জীবন নিয়ে আমৃত্যু যেন কেটে যায়, সেই প্রার্থনা মহান প্রভুর কাছে। আমার কাছে তো আছে আমার সাত রাজার ধন আমার নভিমূল থেকে বিচ্ছূরিত একটি অগ্নিস্ফূলিঙ্গ ‘পুত্র সন্তানটি’। ’সিয়াম’ আমাকে পথ চলতে অনুপ্রেরণা যোগাচ্ছে। অনুপ্রেরণা যোগায় প্রিয় মানুষটিও। অন্য প্রিয় মানুষগুলোও। প্রিয়া বান্ধবী ‘শিলা’র কথা তো বলেই শেষ করা যাবে না। আামকে প্রতিনিয়ত হতাশা থেকে আলোর পথে এগুতে সাহস যোগায় যে নারী। আমার প্রিয় বান্ধবী। তাঁর ঋণ বোধ হয় কোনদিন শোধ করতে পারব না।
এটি বোধ হয় আল্লাহর বিধান। কিছু খারাপ ও নর্দমাক্ত বিষয় হারিয়েই ভাল কিছু জীবনে লাভ হয়। আমারও সেটি হয়ত হল। আলহামদুলিল্লাহ এ নতুন জীবন নিয়ে আমি সুখি।
বর্ষবরণ যদি বলি, সে তো আমাদের জন্য আরবি বছর। তবুও ক্যালেন্ডার যেহেতু রাষ্ট্রীয় সকল কাজে অনুসরণ করা হয় ইংরেজি সালটাকেই। সে হিসেবে বিদায় জানাই ২০১৭ সালকে। ২০১৭ সাল পর্য ন্ত স্মৃতি থেকে মুছেও যাক, তাতে কোন ক্ষতি নেই আমার। বরং লাভই। আমি বর্তমানকে নিয়ে বাঁচতে চাই। এখনকার এ জীবন নিয়ে আমি খুশি। মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতকে সাজাতে চাই। এমন করেই জীবন যেন হয় পূন্যময়, সত্য আর সুন্দর।
সকলকে নববর্ষ ২০১৮ সালের শুভেচ্ছা ও সালাম।