স্বপ্নে গাধার গেশত খেতে দেখলে কী হয়? হয়রান করা ব্যাখ্যা
ডিসেম্বর ৫, ২০১৭ঃ গাধার গোশত বিক্রির কথা হয়তো অনেক সময়ই শোনা যায়৷ কেউ জেনে শুনে গাধার গোশত খায় না৷ যদি কেউ জানতে পারে তার সামনে গাধার গোশত পরিবেশন করা হয়েছে তাহলে হোটল বয়সহ হোটেল মালিকেরও বারোটা বাজানোর কথা চিন্তা করতে পারে।
মজার ব্যপার হলো, স্বপ্নের মধ্যে মানুষ নানা ধরনের গোশত খেয়ে থাকে৷ এক প্রকার গোশতের ব্যাখ্যা একেক রকম। যদি কাউকে দেখা যায় সে স্বপ্নে গাধার গোশত খাচ্ছে এর ব্যাখ্যা কী হবে?
সম্প্রতি গণমাধ্যমে এর ব্যাখ্যা প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, এর ব্যাখ্যা হলো, সে হারাম সম্পদ ভক্ষণ করছে বা করার আগ্রহ পোষণ করে থাকে।
হারাম সম্পদ অর্জনে মানুষ নৈতিকতার ধার ধারে না৷ যদি কাউকে দেখা যায় সে গাধার গোশতের কাবাব খাচ্ছে তাহলে বুঝতে হবে সে অবৈধ সম্পদ অর্জনে মানুষের উপর নির্মম অত্যাচারও করে৷
সূত্রঃ ডেইলি পাকিস্তান