স্ত্রীকে পাশে রেখেই অন্য যুবতীর গোপনাঙ্গে নাড়াচাড়া’র অভিযোগে গ্রেফতার ভারতীয় নাগরিক।।
প্রভু রামমূর্তি। ছবি: সংগৃহিত।
প্রভু রামমূর্তি। বাবা মা অনেক শখ করেই হয়ত নামটা রেখেছিল। কিন্তু এখন মার্কিন মুলুকে এসে সে নামটি’র ভাবার্থই কলঙ্কিত করল রামমূর্তি নামে এক ভারতীয় নাগরিক। সুন্দরী স্ত্রীকে পাশে বসিয়ে বিমানে চড়ে রওয়ানা হয়েছিল লাস ভেগাস থেকে ডেট্রয়েটে। আরেক পাশে জানালার ধারে বসা মহিলা যাত্রীর শ্লীলতাহানির দায়ে গ্রেফতার হতে হল প্রভু রামমূর্তি নামে এ ভারতীয়। গত ৩ জানুয়ারি, বৃহস্পতিবার প্রভু রামমূর্তিকে মিশিগানের ফেডারেল কোর্টে তোলা হয়। বিচারক প্রভুর জামিনের আর্জি খারিজ করে দিয়েছেন। মিশিগান পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, গত ২ জানুয়ারি, বুধবার, স্পিরিট এয়ারলাইন্সের বিমানে করে লাস ভেগাস থেকে ডেট্রয়েটে যাচ্ছিলেন ৩৪ বছর বয়সী প্রভু রামমূর্তি। তিনি অস্থায়ী ভিসায় আমেরিকায় রয়েছেন। দু’বছর ধরে একটি প্রযুক্তি সংস্থায় প্রোজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছিলেন প্রভু। বিমানে জানলার ধারের আসনটিতে বসেছিলেন ২২ বছরের ওই যুবতী। তাঁর ঠিক পাশেই বসেছিলেন প্রভু। তাঁর অন্য পাশে বসেছিলেন প্রভুর সুন্দরী স্ত্রীও। স্ত্রী পাশে থাকলে কী হবে। কথায় বলে, ‘কুকুরের নজর গু’য়ের দিকে।’ সুন্দরী স্ত্রীর দিকে লোভাতুর হাতের স্পর্শকে না বাড়িয়ে সে হাত বেহাত হয়ে চলে গেছে আরেক পাশে বসা পরিচয় হীন তরুণীটির গোপনাঙ্গের দিকে। যুবতীটির অভিযোগ, রাতে বিমানে ওই যুবতী যখন ঘুমিয়ে পড়েছিলেন, তখন তাঁর শ্লীলতাহানি করেন প্রভু রামমূর্তি। তাঁর গোপনাঙ্গে কি যেন শক্ত কিছুর নাড়াছাড়ায় হঠাৎ ঘুম ভেঙ্গে যায়, পুলিশকে এভাবেই বললেন যুবতীটি। ঘুম ভেঙে উঠে তিনি দেখেন, তাঁর শার্টের বোতাম আর প্যান্টের চেইনের জিপার খোলা। আর প্রভু রামমূর্তির হাত তাঁর প্যান্টের ভিতরে নড়াচড়া করছে। যুবতীটি জেগে উঠেছেন দেখে তাড়াতাড়ি হাত সরিয়ে নেন প্রভু। তার পরই আসন ছেড়ে উঠে যুবতীটি চলে যান বিমানের পিছন দিকে। সেখানে গিয়ে বিমান সেবিকাদের তিনি পুরো ঘটনাটি জানান।
তদন্তকারী পুলিশকে ওই বিমান সেবিকারা জানিয়েছেন, ওই সময় তাঁরা যুবতীটিকে কাঁদতে দেখেছিলেন। তাঁর শার্টের বোতাম আর প্যান্টের চেন খোলা ছিল। বিমানসেবিকারা পিছনের দিকে একটি আসনে যুবতীটিকে বসিয়ে দেন। কিছুক্ষণ পর প্রভুর স্ত্রীও বিমানের পিছনে এসে যুবতীটিকে দেখে যান।
৪০ মিনিটের মধ্যেই বিমানটি ডেট্রয়েটে নামে। অবতরণের সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয় প্রভু রামমূর্তিকে। অবশ্য প্রভু ও তার স্ত্রী বিষয়টিকে অস্বীকার করেন।