সমুদ্রের পানি সরে রাস্তা তৈরি হল মুসা নবীর সময়ের মত ।।ভিডিওসহ।।
দেখুন সমুদ্রের পানি সরে- পবিত্র কোরআনে মুসা নবী আর ফেরআউনের কাহিনী সবারই জানা। সেই ঘটনা এখন থেকে অনেক অনেক আগেকার। কিন্তু বর্তমানে ঘটে গেলো মুসা নবীর আমলের মত ঘটনা।
ইসলামের নবী মুসার ঘটনা কোরআনেও বর্ণিত আছে। আজ থেকে কয়েক হাজার বছর আগে মিশরের শাসক ফেরাউনের তাড়া খেয়ে মুসা (আ.) অনুসারীদের নিয়ে নীল নদের সামনে এসে আটকা পড়েন। তখন তিনি আল্লাহর নির্দেশে তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন।
সঙ্গে সঙ্গে ইসরায়েলের তার বারোটি গোষ্ঠীর জন্য ১২টি রাস্তা তৈরি হয়ে যায়। সেই রাস্তা দিয়ে তারা নিরাপদে ওপর চলে যান। আর পানিতে ডুবে মরে ফেরাউনসহ তার অনুসারীরা। তাই অনেক কোরিয়ানরা এই ঘটনাকে বলেন “মোজেস মিরাকল”।
দক্ষিণ কোরিয়ার শিনদো আইল্যান্ড এক রহস্যময় দ্বীপ। শিনদো ও মোদো পাশাপাশি দুটো দ্বীপ। প্রতিবছর বসন্ত থেকে গ্রীষ্মকালের মাঝামাঝি সময় দু’বার দুই দ্বীপের মধ্যবর্তী পানি সরে গিয়ে রাস্তা তৈরি হয়।
২ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ ও ৪০ মিটার প্রশস্ত এই রাস্তা দেখে মনে হয় দ্বীপদুটির সংযোগকারী সেতু। ঘটনাটা সম্পূর্ণ প্রাকৃতিক এবং রাস্তার স্থায়ীত্বকাল মাত্র একঘণ্টা।
কোরিয়ানরা তাদের দেশের এই অদ্ভুত ঘটনাটিকে প্রতি ব্ছর ঘটা করে উদযাপন করে। তারা এই উৎসবের নাম দিয়েছে ‘শিনদো মিরাকল সি রোড ফেস্টিভ্যাল’।
দর্শনার্থীরা এ রাস্তায় ভ্রমণ করাটাকে বেশ উপভোগ করে কারণ, এখানে তারা সামুদ্রিক ঝিঁনুক ছাড়াও বিভিন্ন ধরনের সামুদ্রিক শামুক ও ছোট মাছ ধরতে পারে।