সভ্য যুগে আইনবিরোধী ক্রসফায়ার জংলী আচরণ।
প্রথমত দেশে আইন প্রণয়নকারী সংস্থা এবং প্রচলিত আইন আদালত আছে। প্রতিদিন ক্রসফায়ারে যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে, তাতে মনে হচ্ছে আইন প্রণয়নকারী সংস্থা বা আইন আদালত অকার্যকর হয়ে গেছে। একটি লোক দোষী হলে তার জন্য আইন আছে, অপরাধীদের তালিকা করে এক মাসের মধ্যে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে চার্টশিট তৈরি করে তাদের সাজা দিন। প্রচলিত আইনে অপরাধীদের সে সাজা প্রাপ্য, সে তাই ভোগ করবে। নির্বিচারে এভাবে মানুষ হত্যা করা কোন জঙ্গলেও যেন এমন আইন থাকা উচিৎ নয়। মাদক সম্রাট হোক বা চুনুপুটিই হোক না কেন, আমাদের এই সভ্য দেশে সভ্য সমাজে বিনা বিচারে কাউকে এভাবে মারা উচিত নয়।
এই সভ্য যুগে এমন আচরণ বেআইনি এবং জংলী আচরণ। দেশে এমন আচরণ চলতে থাকলে দেশের মানুষ তাদের ন্যায্য বা ন্যায় সঙ্গত বিচার পাবে না। টেকনাফের বদি মাদক সম্রাট হিসেবে খ্যাত এবং তার বিষয়টি প্রকাশ্য। সে যেহেতু বর্তমান সরকারের দলিয় সদস্য এজন্য তাকে ধরা যাবে না এবং ছোঁয়া যাবে না। তার বিষয় তারা বলছে, তাকে প্রমাণ ছাড়া ধরা যাবে না, তাহলে বাকি যাদেরকে প্রমাণ ছাড়াই মারছে, তাদেকে কিভাবে মারছে? বাংলাদেশে মাদকের ব্যাপক বিস্তার লাভ করেছে। এই মাদকের জন্য আমাদের যুব সমাজ ধংসের পথে, এর জন্য সরকার ব্যর্থ। তারা আট বছর ক্ষমতায় থেকেও এর নিয়ন্ত্রন করতে পারেনি।
এ্যাড. নিতাই রায় চৌধুরী
উৎসঃ amadershomoy