সতাতন যুগে গর্ভপাতের জন্য ব্যবহৃত ১০ টি অমানবিক পদ্ধতি।।
পুরনো যুগে গর্ভপাতের জন্য- খুব ভাগ্যক্রমে আমরা পশু থেকে মানুষ হয়েছি। আর মানুষ হওয়ার পরেই আমরা আমাদের দুঃখ কষ্টের ব্যাপারে বুঝতে শিখেছি। এমনও সময় ছিল যখন এক মানুষ অপর এক মানুষকে পশু ভাবতো।
তখন কোন মহিলার গর্ভপাতও যদি করানো হত, মানুষ পশুত্বের মতন আচরণ করতো। আমরা যদি সেই সমস্ত জিনিস নিজের চোখে দেখি তাহলে আমাদের আত্মা কেঁপে উঠবে। সব জিনিসই অমানবীক ভাবে আচরণ করা হত।
আমরা এর আগে পুরনো যুগে কিভাবে অমানবীয় ভাবে শাস্তি দেওয়া হতো সে বিষয়ে পড়েছি কিন্তু আজকে আমরা পরবো কিভাবে পুরনো যুগে অমানবীয়ভাবে গর্ভপাত করানো হতো।
ওই সময় এই সমস্ত অমানবীয় জিনিস জন্য ব্যবহার করা হতো কারণ সেই সময় কনডম বা গর্ভপাতের ওষুধ ব্যবহার করা কে অপরাধ মনে করা হতো। তাই তখন যদি কোন মহিলা আকস্মিক সন্তান সম্ভবা হয়ে ওঠে তাহলে তার গর্ভপাত করানোর জন্য এই সমস্ত অমানবীয় উপায় ব্যবহার করা হতো।
তাহলে দেরি কিসের। আসুন জানি সে সমস্ত অমানবীয় উপায়গুলি।