শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আরও এগিয়ে নিতে নৌকায় ভোট দেয়ার কোন বিকল্প নেইঃউম্মে কুলসুম স্মৃতি এমপি

July 26, 2018 11:01 pm0 commentsViews: 15
 মোঃ আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধিঃ-  গাইবান্ধা-জয়পুরহাট সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য বলেছেন আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ আপনার-আমার আপামর জনগণের। গণতন্ত্রের মানষ কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আরো এগিয়ে নিতে নৌকায় ভোট দেয়ার কোন বিকল্প নেই।
তাঁতী লীগ পলাশ বাড়ি উপজেলা শাখার আহবানে আয়োজিত মাদক ও জঙ্গীবাদ বিরোধী র‍্যালী এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  উপজেলা তাঁতী লীগ সভাপতি আকতারুজ্জামান টিটুর সভাপতিত্বে মঙ্গলবার সন্ধায় মাদক ও জঙ্গীবাদ নির্মূলে এক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।
সভায় সরকারের স্মরনকালের নানা মুখী পদক্ষেপ ও চলমান মাদক বিরোধী সফল অভিযানের কথা উল্লেখ করে পলাশবাড়ির কৃতি সন্তান কৃষক লীগ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ স্মৃতি এমপি এ সময় সমবেত উপজেলা আওয়ামী লীগ ছাড়াও সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন সমূহের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে নিজেদের মধ্যে অতীতের সব দ্বন্দ্ব-বিভেদ,মতপার্থক্য ও আত্মকলহ ভুলে নৌকার গণ জোয়ারের সাথে একাত্ম থাকার মত ব্যক্ত করেন। যে আসনের প্রার্থী যেই হোক না কেন, নৌকা প্রতিকের বিজয় সুনিশ্চিত করতে সকলের প্রতি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত্ব আহবান জানান।
অন্যান্যের মধ্যে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল,তাঁতীলীগ জেলা সভাপতি মিজানুর রহমান মিজান,উপজে্লা সাংগঠনিক সম্পাদক শেখ তোতা, উপজেলা কৃষকলীগ আহবায়ক মহব্বতজান চৌধুরী,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সদস্য সচিব আশরাফুল ইসলাম তিতাস,উপজেলা ছাত্রলীগ সাবেক আহবায়ক মোস্তাকিম সরকার বাবলা ও তাঁতী লীগ পৌর যুগ্ম আহবায়ক পলাশ সরকার প্রমুখ।
সমগ্র সভাটির সঞ্চালনায় ছিলেন উপজেলা তাঁতী লীগ সাধারণ সম্পাদক সাকলাই মাহমুদ সজিব। এর আগে বিকেলে মাদক ও জঙ্গীবাদ বিরোধি বিভিন্ন শ্লোগানসহ একটি বিশাল র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

You must be logged in to post a comment.

Editor in Chief: Dr. Omar Faruque

Editor: Dr. Morjina Akhter

All contact: 400E Mosholu Parkway South Apt # A23,The Bronx, New York 10458, USA

Mob. 001.347.459.8516
E-mail: dhakapost91@gmail.com