শেখ হাসিনাঃ বিশ্বের দীর্ঘস্থায়ী রাষ্ট্রপ্রধান।
বর্তমানে বিশ্বের দীর্ঘস্থায়ী সরকার প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। টানা দুই মেয়াদে ৯ বছরসহ মোট ১৪ বছর সরকার প্রধান ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের ১৯৩টি দেশের মধ্যে বর্তমান বিশ্বে ১২ জন সরকারপ্রধান নারী। যা বিশ্বের সরকার প্রধানের মাত্র ৭ ভাগ। আর এই ১২ জন নারী সরকারপ্রধানদের মধ্যে ৬ জন ইউরোপীয় দেশগুলোর নেতা, দু’জন দক্ষিণ আমেরিকার। এদের চারজনই তাদের দেশের প্রথম নারী সরকারপ্রধান।
প্রতিবেদন তথ্য মতে, ১৪ বছরের শাসনের কারণে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসক। এরপরই রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। তিনি ১১ বছর ধরে ক্ষমতায় আছেন। এরপর রয়েছেন আফ্রিকার প্রথম নারী সরকারপ্রধান লাইবেরিয়ার এলেন জনসন সিরলিফ। তিনিও ১১ বছর ধরে প্রেসিডেন্টের পদে রয়েছেন। এছাড়া চিলির প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট ৭ বছর ধরে ক্ষমতায় রয়েছেন।
অন্য সরকারপ্রধানদের অবশ্য ক্ষমতায় খুব বেশিদিন নয়। মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট হিল্ডা হেইন ১ বছর, নরওয়ের প্রধানমন্ত্রী পদে আর্না সোলবার্গ ৪ বছর, পোল্যান্ডের প্রধানমন্ত্রী বিটা জিদলো ১ বছর, সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট ডরিস লিউথার্ড ১ বছর এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে ১ বছর ক্ষমতায় আছেন। এছাড়া সার্বিয়ার প্রধানমন্ত্রী আনা বরনাবিক ১ বছর, নামিবিয়ার প্রধানমন্ত্রী সারা কুগনগেলওয়া ২ বছর, পেরুর প্রধানমন্ত্রী মার্সিডিজ আরাও ১ বছর ধরে ক্ষমতায় আছেন