December 4, 2017 2:40 amViews: 58
।।ঢাকা থেকে সানজিদা আহমদ ।। তারিখঃ ৩ নভেম্বর ২০১৭।।
ব্যক্তি চেহারা দেখেই কি সে মানুষটি চেনা যায়। ইংরেজিতে এ বিষয়ে হরহামেশাই একটি কথা শোনা যায়, ”লুক ক্যান বি ডিসেপটিভ”। মুখ দেখে তাই অনেক সময়ই বোকা বনে যাই আমরা। বিজ্ঞান কিন্তু বলছে, মুখের বিভিন্ন অংশ জানান দেয়, আমার চরিত্রের, ব্যক্তিত্বের। যেমন ঠোঁট। জেনে নিন, কেমন করে ঠোঁট কী কথা বলে।
গোলাপি ও নরম ঠোঁটের মানুষরা দেখতে সুন্দর ও আকর্ষণীয় চরিত্রের হন।
যাদের ঠোঁট লাল হয়, তারা খুবই রাগী হন। নতুন কিছু শেখার ব্যাপারে উত্সাহ থাকে। রাগ নিয়ন্ত্রণে রাখতে সমস্যা হয় এদের।
যাদের ঠোঁট রংহীন, ফ্যাকাশে হয় তারা জীবনে দেখনদারিকেই গুরুত্ব দেন। এরা মুখোশ পরা মেকি চরিত্রের হয়ে থাকেন। কথা কম বলে, পর্যবেক্ষণ বেশি করে।
যাদের ঠোঁট মোটা, তারা আবেগপ্রবণ ও ম্যুডি স্বভাবের হন। এরা জগতের সব কিছুই নিয়ন্ত্রণ করতে চান। অনেক সময় তারা বেপরোয়া স্বভাবেরও হন।
যাদের ঠোঁট হালকা গোলাপি রঙের হয় তারা বন্ধুভাবাপন্ন স্বভাবের হন। সকলের কাছেই এরা প্রিয় একজন ব্যক্তি হয়ে ওঠেন।
অনেকের ঠোঁট একটু মোটা, ফোলা, বাইরের দিকে বেরিয়ে আসা হয়। যাকে ইংরেজিতে বলা হয় ’পাউটি লিপস’। এদের মধ্যে চাপা ভয় থাকে ও এরা ভীতু স্বভাবের হয়।
সূত্রঃ অনলাইন
Author:
Editor in Chief: Dr. Omar Faruque
Editor: Dr. Morjina Akhter
All contact: 400E Mosholu Parkway South Apt # A23,The Bronx, New York 10458, USA
Mob. 001.347.459.8516
E-mail: dhakapost91@gmail.com