যুদ্ধাপরাধের ৮০ শতাংশ সঠিক বিচার হয় নি। বিচারের চেষ্টাও করা হয় নিঃ কাদের সিদ্দিকী
ঢাকা থেকে নিজস্ব সংবাদদাতাঃ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, গণতন্ত্রের সঙ্গে উন্নয়নের বিন্দুমাত্র কোন সম্পর্ক নেই। আমরা প্রাণ খুলে হাসতে পারি না, কথা বলতে পারি না। তাহলে এ উন্নয়ন দিয়ে কী হবে? কীসের গণতন্ত্র আর কীসের উন্নয়ন? আমরা মাটির থালায় ভাত খাব। কিন্তু এমন উন্নয়ন চাই না। যুদ্ধাপরাধীদের বিচার সঠিকভাবে হয় নি দাবি করে তিনি আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে যারা সরকারের বাইরে ছিল, তাদের বিচার হয়েছে। সরকারের ভেতর যারা ছিল, তাদের বিচার হয় নি। বিচারের চেষ্টা হয় নি। যুদ্ধাপরাধের ৮০ শতাংশ সঠিক বিচার হয় নি। বিচারের চেষ্টাও করা হয়নি। দেশের মানুষ সুখে নাই। শুধু উন্নয়নের কথা বলে কিছুই বলা যাবে না। বঙ্গবন্ধু হত্যা ও জেল হত্যার বিচারও সঠিকভাবে হয় নি বলে দাবি করেন কাদের সিদ্দিকী। খালেদার রায় নিয়ে আদালতের দীর্ঘসূত্রতার সমালোচনা করে তিনি আরও বলেন, খালেদা জিয়া বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে জন্মদিন পালন করেন। যে কারণে তাকে পছন্দ করি না। তবে তাকে আড়াই কোটি টাকার মামলায় জেলে নেয়াকে সমর্থন করি না। খালেদার রায় ছয় পৃষ্ঠায় লেখা যেত বলেও মন্তব্য করেন তিনি। ২৫ ফেব্রুয়ারি, সোমবার, জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’ আয়োজিত ‘গণতন্ত্রের সংগ্রাম, রাষ্ট্রভাষা আন্দোলন ও আমাদের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় আরো বক্তব্য রাখেন, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, সাবেক প্রেসিডেন্ট ও বিকল্প ধারার সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খান, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমীন, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।