যুক্তরাষ্ট্র সাংবিধানিক সংকটের মুখে!
04 Feb, 2018
২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্ত্মক্ষেপের যে অভিযোগ উঠেছে, তা তদন্ত্ম করছে এফবিআই। কিন্তু মার্কিন প্রশাসন শুক্রবার যে গোপন নথি প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে, এফবিআই ক্ষমতার অপব্যবহার করছে। প্রেসিডেন্ট ট্রাম্প ওই নথি সমর্থন করে বলেছেন, ‘এর মাধ্যমে যা প্রকাশ হয়েছে তা আমাদের জন্য লজ্জাজনক।’
নথিতে অভিযোগ করা হয়েছে, এফবিআই ও বিচার বিভাগ অপ্রমাণিত বিষয় নিয়ে ডেমোক্রেটদের অর্থায়নে কাজ করছে, যাতে ট্রাম্পের মিত্রদের বিরম্নদ্ধে গোয়েন্দাগিরি করা যায়। কিন্তু ডেমোক্রেটদের অভিযোগ, মার্কিন নির্বাচনে ট্রাম্পকে বিজয়ী করতে রাশিয়ার হস্ত্মক্ষেপের যে অভিযোগ উঠেছে, তার তদন্ত্ম বাধাগ্রস্ত্ম করতেই এই নথি প্রকাশ করা হয়েছে। এফবিআইও নথি প্রকাশের ব্যাপারে সতর্ক করে নথিতে মূল বিষয়ই বাদ দেয়া হয়েছে।
ডেমোক্রেট নেতারা বলছেন, রম্নশ হস্ত্মক্ষেপ নিয়ে এফবিআইয়ের তদন্ত্মের সময় এই নথি প্রকাশ লজ্জাজনক। এক বিবৃতিতে সিনেটের সংখ্যালঘুবিষয়ক প্রধান চাক শুমার, হাউস অব রিপ্রেজেন্টেটিভের সংখ্যালঘুবিষয়ক প্রধান ন্যান্সি পোলেসি ছাড়াও আট সিনিয়র ডেমোক্রেট সতর্ক করে বলেছেন, ট্রাম্প বিশেষ কৌঁসুলি রবার্ট মুয়েলার কিংবা ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোসেন্সটেইনকে বরখাস্ত্মের চেষ্টা করছেন। এই ধরনের অনাকাঙ্ক্ষিত উদ্যোগ বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত্ম করবে বলেও বিবৃতিতে উলেস্নখ করা হয়েছে। তারা বলেছেন, এ ধরনের পদক্ষেপ সাংবিধানিক সংকটের সৃষ্টি করতে পারে, যা ১৯৭০ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সময় হয়েছিল।
অন্যদিকে, রিপাবলিকানরা, যারা এই নথিকে সমর্থন করেন, তারা বলছেন, এর মাধ্যমে অসদাচরণ এবং এফবিআই ও বিচার বিভাগের রাজনৈতিক পক্ষপাতিত্বের বিষয়টি প্রকাশ পেয়েছে।
নথিতে কী আছে জানতে চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এর কারণে জনগণের একটি বড় অংশের লজ্জিত হওয়া উচিত। এর আগে শুক্রবার ট্রাম্প অভিযোগ করেন, রিপাবলিকান পার্টিকে ধ্বংস করার জন্য শীর্ষ কর্মকর্তারা এফবিআই ও বিচার বিভাগে রাজনীতিকরণ করছেন।
ডেভিড নুয়েন্স, যার ওপর মেমো তৈরির দায়িত্ব ছিল, তিনি বলেছেন, এর মাধ্যমে জনগণের আস্থা ভয়ঙ্করভাবে লঙ্ঘন করা হয়েছে এবং তিনি আশা করেন, এর কারণে সংস্কারের দাবি উঠতে পারে।
তবে সব রিপাবলিকান এই মেমো সমর্থন করছেন না। সিনেটর জন ম্যাককেইন দলের সহকর্মী ও ট্রাম্পের বিরম্নদ্ধে অভিযোগ এনে বলেছেন, তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনের খেলার পুতুলে পরিণত হয়েছেন। তিনি বলেন, ‘আমরা যদি এটি অব্যাহত রাখি, তাহলে আমাদের আইনের শাসনকে উপেক্ষা করা হবে। অর্থাৎ, আমরা পুতিনের হয়ে কাজ করছি।’