ম্যানহাটানে ট্রাম্প টাওয়ারে আগুন, আহতঃ ২।।
নিউইয়র্ক থেকে ড. ওমর ফারুক।। স্থানীয় সময়ঃ ৮ জানুয়ারি ২০১৮ সকাল ১১টা।।
৫৮ তলার টাওয়ারের একেবারে ওপরের তলায় আজ সোমবার ভোরে আগুন লাগে বলে জানিয়েছে নিউইয়র্কের দমকল বিভাগ। উক্ত অগ্নিকাণ্ডে ২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যজনকে মাইনর ইনজুরি’র জন্য হসপিটালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে নিজের বানানো ওই ‘ট্রাম্প টাওয়ার’-এখানেই সপরিবারে থাকতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ যখন আগুন লাগে ম্যানহাটানের ‘ট্রাম্প টাওয়ার’-এ, তখন প্রেসিডেন্ট ট্রাম্প ছিলেন ওয়াশিংটনে।প্রেসিডেন্ট ট্রাম্পের এক পুত্র এরিক তাঁর টুইটে জানিয়েছেন, টাওয়ারের ছাদে কুলিং টাওয়ারে বৈদ্যুতিক শর্ট সার্কিটেই ওই আগুন লাগে। দমকল কর্মীদের তৎপরতায় সেই আগুন নিভতেও সময় লাগে নি।
খবরঃ ওয়াশ্যিটন পোস্ট, সিএনএন, দি গার্ডিয়ান